পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের গণপিটুনি রাজ্যে, চোর সন্দেহে 2 যুবককে খুঁটিতে বেঁধে মার - Purulia

সাইকেল চুরির অভিযোগে পুরুলিয়ায় দুই যুবককে গণধোলাই ৷ পুরুলিয়া সদর থানার পুলিশ তাদের উদ্ধার করে গ্রেপ্তার করে ৷

পুরুলিয়া

By

Published : Aug 20, 2019, 5:27 PM IST

Updated : Aug 20, 2019, 8:45 PM IST

পুরুলিয়া, 20 অগাস্ট : পুরুলিয়া শহরে সাইকেল চোর সন্দেহে বিদ্যুতের খুঁটিতে বেঁধে দুই যুবককে গণধোলাই দিল জনতা৷ সম্পর্কে ওই দুই যুবক জামাইবাবু ও শ্যালক ৷ পরে পুরুলিয়া সদর থানার পুলিশের তাদের উদ্ধার করে নিয়ে যায় ৷ এই দুই যুবকের মধ্যে একজন পুরুলিয়া শহরের কাটিং পাড়ার বাসিন্দা আজিজুল শাহ এবং ঝালদার বাসিন্দা আজিম শাহ । আজিম সম্পর্কে আজিজুলের জামাইবাবু ।

ভিডিয়োয় দেখুন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ ওই দুই যুবক পুরুলিয়া শহরের দুলমি এলাকার একটি মেস থেকে সাইকেল চুরি করার চেষ্টা করছিল ৷ সেই সময় তারা না কি হাতেনাতে ধরা পড়ে যায় ৷ এরপরই উত্তেজিত জনতা তাদের পোলে বেঁধে গণধোলাই দেয় ৷

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে তাদের উদ্ধার করে ৷ প্রাথমিক চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় পুরুলিয়া সদর হাসপাতালে ৷ তারপর তাদের গ্রেপ্তার করা হয় ।

Last Updated : Aug 20, 2019, 8:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details