পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুকুরে তলিয়ে গেল বৃদ্ধ, উদ্ধারে নেমে মৃত্যু আর একজনের - পুরুলিয়ার খবর

মৃত ব্যক্তিদের নাম করমচাঁদ মাহাত ও দিলীপ মাহাত ৷ আজ দুপুরে সিরকাডি গ্রামের অদূরে পুকুরে তলিয়ে যায় করমচাঁদ মাহাত ৷ তাঁকে উদ্ধার করতে গিয়ে ডুবে মৃত্যু হয় দিলীপ মাহাতর ৷

Two people died by drowning in a pond in Purulia
পুরুলিয়ার খবর

By

Published : Aug 25, 2020, 8:11 AM IST

পুরুলিয়া, 24 অগাস্ট : পুকুর থেকে হাঁস তুলতে গিয়ে ডুবে মৃত্যু হয় এক বৃদ্ধের ৷ তাঁকে উদ্ধার করতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হয় আর এক গ্রামবাসীর ৷ দু'জনেরই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে পুরুলিয়া সদর হাসপাতালে ৷

মৃতদের নাম করমচাঁদ মাহাত ও দিলীপ মাহাত ৷ তাঁদের বাড়ি পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার সিরকাডি গ্রামে ৷ আজ দুপুরে সিরকাডি গ্রামের অদূরে পুকুরে হাঁস তুলতে নামে করমচাঁদ মাহাত ৷ দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না আসায় সন্দেহ হয় বাড়ির সদস্যদের ৷ এরপর গ্রামের কয়েকজন বাসিন্দা মিলে পুকুরে নেমে খোঁজ চালিয়ে করমচাঁদ মাহাতর দেহ উদ্ধার করেন ৷

পুকুরে তলিয়ে মৃত্যু বৃদ্ধর, উদ্ধারকাজে ডুবে মৃত্যু আর একজনের

তাঁকে উদ্ধার করলেও তলিয়ে যান দিলীপ মাহাত নামে এক ব্যক্তি । এরপরই পুকুরে ডুবুরি নামানো হয় । সেই সময় দিলীপ মাহাতর দেহ উদ্ধার হয় ৷ দু'জনের দেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয় ৷

ABOUT THE AUTHOR

...view details