পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত কয়েকজন - যাত্রীবাহী বাস

একটি বাসের সঙ্গে উলটো দিক থেকে আসা অন্য় একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনায় দুই বাসের চালক সহ কয়েকজন আহত হয়েছেন ৷

Two-passenger-buses-collided-head-on-in-Purulia
পুরুলিয়ায় যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন

By

Published : Dec 6, 2020, 3:58 PM IST

পুরুলিয়া, 6 ডিসেম্বর : দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন কয়েকজন যাত্রী ৷ পুরুলিয়ার রাঁচি রোডে সার্কিট হাউসের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের জেলা সদর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন : হাওড়ায় বাসের ধাক্কায় ভাঙল দোকান

শালতোড়গামী একটি বাসের সঙ্গে উলটো দিক থেকে আসা অন্য় একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনায় দুই বাসের চালক সহ কয়েকজন আহত হয়েছেন ৷ স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁদের পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে ভরতি করেছে ৷

কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । এর জেরে কিছুক্ষণ পুরুলিয়া-রাঁচি রোডে যানচলাচল ব্য়াহত হয় ৷ পরে পুলিশের তৎপরতায় যানচলাচল স্বাভাবিক হয় ৷

ABOUT THE AUTHOR

...view details