বাঘমুন্ডি, 11 মার্চ :জেল হেফাজতে যুবকের মৃত্যুতে 2 আবগারি কনস্টেবলকে গ্রেফতার করল পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পুলিশ । ধৃতরা হল রিংকু মণ্ডল ও মুস্তাফা সিরাজ । দু'জনেই পুরুলিয়ার ঝালদা সার্কেলের আবগারি দফতরের কনস্টেবল ৷ অভিযুক্তদের বিরুদ্ধে 302 ধারায় খুনের মামলা রুজু হয়েছে । বৃহস্পতিবার পুরুলিয়া (Purulia Excise Custody Death) জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন ।
16 ফেব্রুয়ারি পুরুলিয়ার বাঘমুন্ডি থানার রবিডি গ্রামে বেআইনি মদ বিক্রির বিরূদ্ধে অভিযান চালিয়ে 26 বছর বয়সী শিকারী মুড়া নামে এক যুবককে আটক করে ঝালদা সার্কেলের আবগারি দফতরের কর্মীরা । ওই যুবকের কাছ থেকে 20 লিটার দেশি মদ বাজেয়াপ্ত করার পর তাকে গ্রেফতার করে আবগারি পুলিশ ৷ পরের দিন অর্থাৎ 17 ফেব্রুয়ারি ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন ।
18 ফেব্রুয়ারি জেলে থাকাকালীন অসুস্থ হওয়ায় শিকারী মুড়াকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করেন জেল কর্তৃপক্ষ । এরপর 20 ফেব্রুয়ারি রবিবার দুপুরে তার মৃত্যু হয় (Youth Beaten to Death in Excise Custody) ।
মৃত্যুর খবর রবিডি গ্রামে শিকারী মুড়ার গ্রামের বাড়িতে পৌঁছতেই পরিবারের সদস্যরা আবগারি দফতরের কর্মীদের বিরূদ্ধে পিটিয়ে মারার অভিযোগ তুলে দোষীদের চিহ্নিতকরণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে ঝালদা সার্কেলের আবগারি দফতরের সামনে বিক্ষোভ দেখান ।