পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Two Criminals Arrested: পুলিশের ছদ্মবেশে নাকা চেকিং চালাতে গিয়ে গ্রেফতার দুই দুষ্কৃতী - Two criminals were arrested for checking canals

সাদা পোশাকে পুলিশের নাম করে নাকা চেকিং চালাত দুই দুষ্কৃতী ৷ পুরুলিয়া বাঁকুড়া, দুর্গাপুর, বোকারো প্রভৃতি জায়গায় শহরে ঢোকার মুখে নাকা চেকিং করত এরা । জানা গিয়েছে, এরা মধ্যপ্রদেশের বাসিন্দা (Two Criminals Arrested) ৷

Two Criminals Arrested News
মধ্যপ্রদেশ থেকে পুরুলিয়া এসে নাকা চেকিং চালানো দুই দুষ্কৃতী গ্রেফতার

By

Published : Dec 8, 2022, 10:40 PM IST

পুরুলিয়া, 8 ডিসেম্বর:সাদা পোশাকে পুলিশের নাম করে নাকা চেকিং চালাত এরা ৷ সাদাসিধে নিরীহ প্রকৃতির মানুষ বা বয়স্ক মহিলাকে সোনার অলঙ্কার পরে থাকলে এরা ওই গয়না খুলে ব্যাগে রেখে দিতে এবং সেই সময় মুহূর্তে গয়না বদলে দিত । পুরুলিয়া বাঁকুড়া, দুর্গাপুর, বোকারো প্রভৃতি জায়গায় শহরে ঢোকার মুখে নাকা চেকিং করত এরা । মদ্যপ্রদেশের বাসিন্দা আলি রেজা ও তানভির হোসেন নামের এই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় পুরুলিয়া শহরের একটি হোটেল থেকে (Two Criminals Arrested)। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে করে একথা জানান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় ।

তিনি বলেন, "হোটেলে অভিযান চালানোর সময় অসংলগ্ন কথাবার্তা দেখে এদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহ হওয়ায় তাদের পুরুলিয়া সদর থানায় নিয়ে আসা হয় ৷ তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এদের পাঁচ জনের একটি গ্যাং রয়েছে ৷ যার মধ্যে চারজন মধ্যপ্রদেশ ও একজন মহারাষ্ট্রের বাসিন্দা । তার মধ্যে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ । বাকিদের সন্ধান চলছে ।

জেলা পুলিশ সুপার আরও জানিয়েছেন, এদের অপরাধের কৌশল সম্পূর্ণ নতুন কোনও শহরে ঢোকার মুখে এরা সাদা পোশাকে পুলিশের নাম করে নাকা চেকিং করে কখনো সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে গয়না হাতিয়ে নিত কখনও আবার জোর পূর্বক ছিনতাই করে নিত। এদের মূল পান্ডা অপারেশন করার জন্য যে জায়গা ঠিক করতো সেখানে তাকে এরা বাইকে করে পৌঁছে দিত । একই সঙ্গে জাল নোট কারবারের সঙ্গে এরা যুক্ত থাকতে পারে বলে জানান পুলিশ সুপার ।

নাকা চেকিং চালানো দুই দুষ্কৃতী গ্রেফতার

আরও পড়ুন: চন্দন গাছ চুরির ঘটনায় গ্রেফতার 4, উদ্ধার সাত লাখের চন্দন কাঠ

এদের কাছ থেকে চারটি জাল নোট উদ্ধার হয়েছে । এদের বাকি তিনজন জামশেদপুরের দিকে যেতে দেখা গিয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার । এ ব্যাপারে জামশেদপুর পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details