পুরুলিয়া, 8 ডিসেম্বর:সাদা পোশাকে পুলিশের নাম করে নাকা চেকিং চালাত এরা ৷ সাদাসিধে নিরীহ প্রকৃতির মানুষ বা বয়স্ক মহিলাকে সোনার অলঙ্কার পরে থাকলে এরা ওই গয়না খুলে ব্যাগে রেখে দিতে এবং সেই সময় মুহূর্তে গয়না বদলে দিত । পুরুলিয়া বাঁকুড়া, দুর্গাপুর, বোকারো প্রভৃতি জায়গায় শহরে ঢোকার মুখে নাকা চেকিং করত এরা । মদ্যপ্রদেশের বাসিন্দা আলি রেজা ও তানভির হোসেন নামের এই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় পুরুলিয়া শহরের একটি হোটেল থেকে (Two Criminals Arrested)। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে করে একথা জানান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় ।
তিনি বলেন, "হোটেলে অভিযান চালানোর সময় অসংলগ্ন কথাবার্তা দেখে এদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহ হওয়ায় তাদের পুরুলিয়া সদর থানায় নিয়ে আসা হয় ৷ তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এদের পাঁচ জনের একটি গ্যাং রয়েছে ৷ যার মধ্যে চারজন মধ্যপ্রদেশ ও একজন মহারাষ্ট্রের বাসিন্দা । তার মধ্যে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ । বাকিদের সন্ধান চলছে ।