পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় দুর্ঘটনায় মৃত 2 বাইক আরোহী - পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত দুই বাইক আরোহী

পুরুলিয়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর ৷ ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Feb 3, 2021, 10:37 AM IST

পুরুলিয়া, 3 ফেব্রুয়ারি: পুরুলিয়া-রাঁচি 32 নম্বর জাতীয় সড়কের রুদড়া মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের ৷

রাঁচির দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাইকটিকে ৷ ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যান বাইক আরোহীরা ৷ স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ পুলিশ দেহ দু'টি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে পাঠায় ৷ ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

পথ দুর্ঘটনায় মৃত দুই বাইক আরোহী

আরও পড়ুন:লরির ধাক্কায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের

পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটায় কেউ ঘাতক গাড়িটিকে দেখেনি ৷

ABOUT THE AUTHOR

...view details