পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purulia Murder Case স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকা খুনের ঘটনায় গ্রেফতার 2 - স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকা খুনের ঘটনা

রবিবার সন্ধ্যায় দর্জি পাড়া এলাকার একটি বাড়ি থেকে পরিচারিকার দেহ উদ্ধার হয় (Purulia Murder Case) ।পরিচারিকার নাম পার্বতী বাদ্যকর (55)। এই ঘটনায় ভিকি শর্মা এবং রাকেশ কুমার রজক নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Two arrested in murder case of maid servant in Purulia
Purulia Murder Case

By

Published : Aug 29, 2022, 9:04 PM IST

পুরুলিয়া, 29 অগস্ট:পুরুলিয়া শহরে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকা খুনের ঘটনার (Purulia Murder Case) কিনারা করেছে পুলিশ । খুনের 24 ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুই অভিযুক্ত (Two arrested in murder case of maid servant)। সোমবার অভিযুক্তদের নিজেদের হেফাজতে চেয়ে পুরুলিয়া জেলা আদালতে পেশ করেছে পুলিশ আধিকারিকরা ।

জানা গিয়েছে, ধৃত অভিযুক্তদের নাম ভিকি শর্মা এবং রাকেশ কুমার রজক । একজনের বাড়ি পুরুলিয়া শহরে এবং অপরজনের বাড়ি পুরুলিয়া মফঃস্বল থানার দুবচড়কায় । দুজনেই কাঠমিস্ত্রির কাজ করেন । মূলত টাকা চুরির জন্যই এই খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ।

প্রসঙ্গত, গতকাল পুরুলিয়া শহরের দর্জি পাড়া এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার রক্তাক্ত দেহ উদ্ধার হয় । আহত হন স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী ৷ মৃত পরিচারিকার নাম পার্বতী বাদ্যকার (55)। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের স্থানীয় পোকাবাঁধ পাড়া এলাকায় (Murder in Purulia) ।

পরিচারিকা খুনে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

আরও পড়ুন:পুরুলিয়া শহরে স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার পরিচারিকার দেহ

আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী বছর বাহান্নর নন্দিতা দাস কর্মকার । তাঁর স্বামী প্রদীপ দাস কর্মকার পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন । তাঁর একটি সোনার দোকান রয়েছে পুরুলিয়া শহরে । গোটা ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details