পুরুলিয়া, 14 জানুয়ারি : রাত পোহালেই মকর সংক্রান্তি ৷ আর রাঢ় বাংলায় টুসু পরব ৷ পুরুলিয়া শহরের বাজার এলাকাগুলি ছেয়ে গেছে রঙবেরঙের চৌদলে ৷ চলছে কেনাবেচা ৷ পরবের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে ৷
জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা চৌদল কিনতে ভিড় জমিয়েছেন শহরের বাজারগুলিতে ৷ দাম 50 টাকা থেকে শুরু ৷ সবচেয়ে বেশি 1000 টাকা দামের চৌদল মিলছে বাজারে ৷ তবে ব্যবসায়ীদের দাবি, বিক্রি গত বছরের তুলনায় কিছুটা কমেছে ৷
টুসুর আমেজে রঙিন চৌদলে সেজে উঠছে পুরুলিয়া প্রথা মাফিক আজ চৌদল কিনে বাড়িতে স্থাপন করা হবে ৷ সারারাত জেগে টুসু গান গাইবেন বাড়ির মহিলারা ৷ আগামীকাল চৌদলে টুসুকে চাপিয়ে গান গাইতে গাইতে কংসাবতী নদীসহ শহরের বিভিন্ন জলাশয়ে দেওয়া হবে বিসর্জন ৷
এক চৌদল শিল্পী কালিপদ যোগী জানান, "সকাল থেকে বিক্রি ভালোই হচ্ছে ৷ " আরও এক চৌদল শিল্পী সন্তোষি যোগী জানান,"প্রায় 15-20 দিন আগে থেকে চৌদল তৈরি করা হয় বাড়িতে ৷ বাঁশ, কাঠ, রঙিন কাগজ, আঠা, ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় চৌদলকে ৷ এই সময় চৌদল বিক্রি করে হাতে একটু পয়সা দেখতে পাই ৷ তবে বিগত বছরের তুলনায় বিক্রিটা একটু কমেছে ৷"
আগমীকাল টুসু পরব ৷ চৌঢোল কিনে বাড়ির পথে মহিলারা পুরুলিয়া 1 নম্বর ব্লকের কোটলুই গ্রামের বাসিন্দা ভাগ্য প্রামাণিক জানান, " মকর সংক্রান্তির আগের রাতে টুসুর গান গেয়ে সারারাত গ্রাম বাংলার মেয়েরা জেগে থাকেন ৷ এ'টা আমাদের কাছে সবচেয়ে বড় উৎসব ৷ চলে খাওয়া দাওয়া ৷ আর মকর সংক্রান্তির দিন সকালে দলে দলে টুসুকে চৌদলে চাপিয়ে গান গাইতে গাইতে কংসবতী নদীতে বিসর্জন দেওয়া হয় ৷ সেইদিন নতুন জামাকাপড় পরার রেওয়াজ রয়েছে ৷ উৎসবে মেতে ওঠে গ্রাম বাংলার মানুষে ৷ "