পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jhalda Municiplaity Chairman: শীলার সদস্যপদ খারিজ, ঝালদা পৌরসভার পৌরপ্রধান তৃণমূল কাউন্সিলর সুদীপ - Jhalda Municiplaity New Chairman

আবার নতুন করে জটিলতা তৈরি হল ঝালদা পৌরসভায় । নবনির্বাচিত পৌরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের সদস্যপদ খারিজ করা হয়েছে ৷ ঝালদা পৌরসভার (Jhalda Municiplaity) পৌরপ্রধান হিসেবে নিযুক্ত করা হল সুদীপ কর্মকারকে (Trinamool councillor Sudip Karmakar) ।

Jhalda Municiplaity New Chairman
ঝালদা পৌরসভা

By

Published : Jan 19, 2023, 4:17 PM IST

পুরুলিয়া, 19 জানুয়ারি: নবনির্বাচিত পৌরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের সদস্যপদ খারিজ করেছেন ঝালদার মহকুমা শাসক । আর তারপরেই আজ রাজ্য পৌর ও নগর উন্নয়ন দফতরের তরফে ঝালদা পৌরসভার পৌরপ্রধান (Jhalda Municiplaity New Chairman) হিসেবে নিযুক্ত করা হল সুদীপ কর্মকারকে। তিনি 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) ৷ মহকুমা শাসক বুধবার সদস্যপদ খারিজের নোটিশ পাঠান পুরুলিয়ার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), ঝালদা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুরেশকুমার আগরওয়াল এবং 3 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে ।

নতুন পৌরপ্রধান হিসেবে নিযুক্ত হলেন তৃণমূল কাউন্সিলর সুদীপ কর্মকার

প্রসঙ্গত, পৌর আইন অনুযায়ী, শীলা চট্টোপাধ্যায়ের সদস্য পদ খারিজের জন্য মহকুমা শাসকের কাছে আবেদন জানিয়েছিলেন ঝালদা পৌরসভার (Jhalda Municiplaity) 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন পৌরপ্রধান সুরেশ আগরওয়াল । এরপরই মহকুমা শাসক শিলা চট্টোপাধ্যায়কে তাঁর অবস্থান জানার জন্য একটি নোটিশ পাঠান । বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় । উচ্চ আদালত এই মামলার রায়ে চলতি বছরের 5 জানুয়ারির মধ্যে প্রশাসনকে শীলা চট্টোপাধ্যায়ের অবস্থান জানানোর জন্য নির্দেশ দেয় ।

শীলা চট্টোপাধ্যায়ের সদস্যপদ খারিজ

সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শীলা । ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রেখে পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে শীলা চট্টোপাধ্যায়ের অবস্থান জানানোর জন্য নির্দেশ দেয় । এরপর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হন তিনি । সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে দেয় । এরপরই ঝালদা মহকুমা শাসক শীলা চট্টোপাধ্যায়কে চলতি মাসের 17 জানুয়ারি শুনানি জন্য নোটিশ পাঠান ৷ শীলা চট্টোপাধ্যায় 17 তারিখ অনুপস্থিত থাকেন । এরপর 18 তারিখ অর্থাৎ বুধবার অভিযোগকারী তৃণমূল কাউন্সিলর সুরেশ আগরওয়ালকে শুনানিতে উপস্থিত থাকার জন্য নোটিশ পাঠানো হয় । বুধবারই শিলা চট্টোপাধ্যায়ের সদস্যপদ খারিজের নোটিশ জারি করেন ঝালদার মহকুমা শাসক ।

উল্লেখ্য, কলকাতা উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘ টালবাহানার পর ঝালদা পৌরসভায় গত 16 তারিখ পৌরপ্রধান নির্বাচনে জয়লাভ করে কংগ্রেস । পৌরপ্রধান হন ঝালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় এবং উপ-পৌরপ্রধান হন 12 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু । ঘটনার তিনদিনের মধ্যেই শীলা চট্টোপাধ্যায়ের সদস্যপদ খারিজ হওয়ায় আবার নতুন করে জটিলতা তৈরি হয়েছে ঝালদা পৌরসভায় ।

আরও পড়ুন: ঝালদা পৌরসভার চেয়ারপার্সন পদে শপথ নিলেন শিলা চট্টোপাধ্যায়

এখানে উল্লেখ্য করা প্রয়োজন, ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের পর, তাঁর আসনে পুনর্নিবাচন হয় ৷ সেই পুনর্নিবাচনেও কংগ্রেস জয়ী হয় ৷ কিন্তু, কংগ্রেসকে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের সুযোগ না-দিয়েই তৃণমূলের বিরুদ্ধে জোর জবরদস্তি বোর্ড গঠনের অভিযোগ ওঠে ৷ পরবর্তী সময়ে কংগ্রেসের তরফে অনাস্থা প্রস্তাব পেশ করা হয় ৷ সেখানে ক্ষমতাচ্যূত হয় তৃণমূল ৷ কিন্তু, সেখানেও কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, শাসকদল ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে সেখানে প্রশাসক বসানোর পরিকল্পনা করছে ৷ কিন্তু, বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস ৷ সেখানে আদালতের রায় কংগ্রেসের পক্ষে যায় ৷ সেই মতো সোমবার নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে সমর্থন জানান কংগ্রেসের 5 জন এবং নির্দল 2 জন কাউন্সিলর ৷

আরও পড়ুন:ঝালদা পৌরসভা কংগ্রেসেরই দখলে, চেয়ারম্যান শীলা চট্টোপাধ্যায়

ABOUT THE AUTHOR

...view details