পুরুলিয়া, 24 এপ্রিল :ঝালদা পৌরসভার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ছেলে দেব কান্দুকে প্রকাশ্য রাস্তায় প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা ভীম তিওয়ারি বিরুদ্ধে (TMC leader accused of threatening Tapan Kandu's son) । ঘটনায় ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহত তপন কান্দুর ছেলে দেব কান্দু ।
প্রসঙ্গত, গুলিকাণ্ডে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দুর অভিযোগপত্রে নাম রয়েছে ঝালদা শহরের তৃণমূল নেতা ভীম তিওয়ারির । 19 এপ্রিলের এই ঘটনায় ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে জিজ্ঞাসাবাদ চালান তদন্তকারী অফিসাররা । তারপরই গতকাল ঝালদা শহরে বাজার করতে যাওয়ার সময় রাস্তা আটকে দেব কান্দুকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ভীম তিওয়ারির বিরুদ্ধে । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভীম তিওয়ারি (trinamool congress leader accused of threatening tapan kandus son in public)।
দেব কান্দু বলেন, "গতকাল বাজারে গিয়েছিলাম, সেই সময় ভীম তিওয়ারি সামনে এসে হুমকি দেয় ৷ বলে তোরা অনেক বাড়ছিস, দেখে নেব, তোদের শেষ করে দেব ৷"