রঘুনাথপুর, 10 অগস্ট : "মুখ্যমন্ত্রী কখনোই চাননি কাটমানি নেওয়া হোক । আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে কেউ কাটমানি চাইলে প্রশাসন বা তৃণমূলের দ্বারস্থ হন । অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।" পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভা এলাকায় এবার কাটমানি বন্ধের দাবিতে এভাবেই গাড়িতে দলীয় পতাকা লাগিয়ে মাইকিং করে প্রচারে নামলেন শাসকদলের কর্মীরা ।
আবাস যোজনায় বাড়ি পাওয়া থেকে সরকারি সমস্ত সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে টাকা দেওয়া-নেওয়া রুখতে মাইকিং করে প্রচারে শুরু করলেন তৃণমূল নেতা-কর্মীরা । এই প্রচারকে ঘিরেই বিতর্ক শুরু হয়েছে পুরুলিয়ায় । ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে পুরুলিয়া জেলা তৃণমূল ।