হাওড়া/পুরুলিয়া, 21 সেপ্টেম্বর: খেমাশুলি ও বিস্তর স্টেশনে লাগাতার আদিবাসী আন্দোলনের জেরে চান্ডেল থেকে আসানসোল পর্যন্ত রেল পথ ও খড়গপুর থেকে টাটানগর পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা ব্যাহত (Train Agitation)। এই পরিস্থিতিতে আরও বেশি ট্রেন বাতিলের আশঙ্কা প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railway) ।
মঙ্গলবারের মতোই বুধবারও খেমাশুলি ও বিস্তর স্টেশনে আদিবাসী বিক্ষোভ অব্যাহত । 32 ঘণ্টা পেরিয়ে গেলেও ওঠেনি রেল অবরোধ । অবরোধ হয়েছে, দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা শাখার পুরুলিয়া-আদ্রা রেলপথের অন্তর্গত কুস্তাউর রেল স্টেশনেও ৷ এই অবরোধের জেরে বন্ধ রয়েছে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা শাখায় ট্রেন চলাচল । বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন, পাশাপাশি কয়েকটি ট্রেনকে ঘুর পথে নিয়ে যাওয়া হয়েছে । যার জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রেল যাত্রীরা (train services affected for Kurmi agitation in West Bengal) ।
আরও পড়ুন: ধূপগুড়িতে কার্বাইড ট্যাংক ফেটে বিপত্তি, জখম 5
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন, বিক্ষোভের জেরে এখনও পর্যন্ত 53টি ট্রেন বাতিল করা হয়েছে ৷ এছাড়াও 33টি ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে । ঘুরপথে চালানো হচ্ছে 40টি ট্রেন ৷ এছাড়াও আরও দুটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে । দক্ষিণ-পূর্ব রেলের অধীনে থাকা শালিমার, দুরন্ত, জন-শতাব্দী-সহ মুখ্য ট্রেনগুলি বাতিল করা হয়েছে । রেল কর্তৃপক্ষের তরফে আন্দোলনকারীদের অনুরোধ করা হয়েছে অবরোধ তুলে নেওয়ার জন্য ৷
32 ঘণ্টা পরেও অব্যাহত আদিবাসীদের রেল অবরোধ, প্রভাব ট্রেন চলাচলে যদি এভাবেই বিক্ষোভ চলতে থাকে তাহলে আরও বহু সংখ্যায় ট্রেন বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী । তাঁর কথায়, যদি ট্রেন চালানোর জন্য ট্র্যাক পরিষ্কার না-হয় তাহলে আরও ট্রেন বাতিল করা ছাড়া উপায় থাকবে না ৷ প্রসঙ্গত নিমধি, ক্ষেমাশুলি এবং কস্তুর স্টেশনে আদিবাসী বিক্ষোভের জেরে আদ্রা, খড়গপুর, চক্রধুরপুর বিভাগে দক্ষিণ-পূর্ব রেলের বহু ট্রেন বাতিল হয়েছে ।
এই আদিবাসী বিক্ষোভে রেল পথের পাশাপাশি অবরুদ্ধ রয়েছে পুরুলিয়া-বরাকরের মতো গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক । চরম ভোগান্তির শিকার হয়েছেন পুরুলিয়ার সাধারণ মানুষ । উল্লেখ্য, কুড়মি জাতিকে এসটি (ST) তালিকাভুক্ত করা, সারনা ধর্মকে স্বীকৃতি-সহ একাধিক দাবিতে ছোটনাগপূর টোটেমিক কুড়মি মাহাতো সমাজের ডাকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় অনির্দিষ্টকালের জন্য রেল রোকো ও রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়েছে । সেই মতো মঙ্গলবার সকাল থেকে চলছে রেল ও রাস্তা অবরোধ । 32 ঘণ্টা পেরিয়ে গেলেও আন্দোলন অব্যাহত রয়েছে কুড়মি সমাজের (Purulia train agitation) ।