ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Odd Even Arrangement for Toto : সোমবার থেকে পুরুলিয়া শহরে জোড় বিজোড় নীতি মেনে চলবে টোটো - জোড় বিজোড় নীতি

এবার থেকে পুরুলিয়া শহরে (Purulia City) জোড় বিজোড় নীতি মেনে চলবে টোটো (Odd Even Arrangement for Toto) ৷ এই নির্দেশিকা কার্যকর থাকবে 17 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত ৷ করোনা আবহে যানজট কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে পৌর প্রশাসন (Purulia Municipality) ৷

toto will run on odd even number plates manner in purulia city
Odd Even Arrangement for Toto : সোমবার থেকে পুরুলিয়া শহরে জোড় বিজোড় নীতি মেনে চলবে টোটো
author img

By

Published : Jan 16, 2022, 8:20 PM IST

পুরুলিয়া, 16 জানুয়ারি : করোনাকালে শহরের রাস্তায় যানজট কমাতে বিশেষ উদ্য়োগ নিল পুরুলিয়া পৌরসভা (Purulia Municipality) ৷ স্থির হয়েছে, আপাতত পুরুলিয়া শহরে (Purulia City) জোড় বিজোড় তত্ত্বে চলবে টোটো (Odd Even Arrangement for Toto) ৷ প্রাথমিকভাবে, 17 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে ৷ এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন :Tusu Festival of Purulia: সামনেই টুসু পরব, উৎসবের অপেক্ষায় পুরুলিয়াবাসী

টোটোর বাড়বাড়ন্ত নিয়ে দীর্ঘদিন ধরেই জেরবার পুরুলিয়া পৌর প্রশাসন ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টোটোর সংখ্য়া বাড়ায় দিনের ব্যস্ত সময়ে যানজটে নাকাল হতে হচ্ছে তাঁদের ৷ সমস্য়া মেটাতে তাঁরা যে দ্রুত ব্যবস্থা নেবেন সেকথা আগেই জানিয়েছিলেন পৌর প্রশাসক নবেন্দু মাহালি ৷ রবিবার পুরুলিয়ার রায়বাঘিনীর মাঠে জেলার টোটো মালিকদের নিয়ে একটি বৈঠক করেন পৌরসভার প্রতিনিধিরা ৷ সেখানেই স্থির হয়, এবার থেকে জোড় বিজোড় তত্ত্ব মেনেই রাস্তায় টোটো নামানো হবে ৷

সোমবার থেকে পুরুলিয়া শহরে জোড় বিজোড় নীতি মেনে চলবে টোটো

আরও পড়ুন :Corona Awarness In Purulia: সাধারণ মানুষকে সচেতন করতে পথে পুরুলিয়ার জেলাশাসক

করোনার প্রকোপ শুরু হওয়ার আগেই দেশের রাজধানী দিল্লিতে জোড় বিজোড় নীতি মেনে ব্যক্তিগত মালিকানাধীন গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কেজরিওয়াল সরকার ৷ উদ্দেশ্য ছিল, গাড়ির সংখ্যা কমিয়ে দূষণ বাগে আনা ৷ এই পদ্ধতিতে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে জোড় সংখ্যার নম্বর প্লেটযুক্ত গাড়ি এবং বাকি দিনগুলিতে বিজোড় সংখ্যার নম্বর প্লেটযুক্ত গাড়ি চালানো হয় ৷ এবার পুরুলিয়া শহরেও যানজট নিয়ন্ত্রণে একই ফরমুলা কাজে লাগাতে চাইছে পৌর প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details