পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোষে জমির ফসল খাওয়ায় শাস্তি পেল রাখাল - tree

মোষে জমির ফসল খাওয়ায় রাখালকে অমানবিক শাস্তি দিল জমির মালিক । ব্যস্ততম রাস্তায় দড়ি দিয়ে গাছে বেঁধে রাখল তাঁকে ।

রাখাল

By

Published : Jun 5, 2019, 11:36 PM IST

Updated : Jun 5, 2019, 11:43 PM IST

পুরুলিয়া, 5 জুন : জমির ফসল খেয়েছে মোষে। সেই 'অপরাধে' রাখালকে অমানবিক শাস্তি দিল জমির মালিক । ব্যস্ততম রাস্তায় দড়ি দিয়ে গাছে বেঁধে রাখা হল তাঁকে । পুরুলিয়ার আদ্রার জয়চণ্ডী রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা । যদিও খবর পেয়ে ঘটনাস্থানে সংবাদ মাধ‍্যম পৌঁছালে তড়িঘড়ি ওই রাখালের বাঁধন খুলে দেয় জমির মালিক। অভিযুক্ত কার্তিক গরাই জয়চণ্ডী রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা ।

দেখুন ভিডিয়ো

কার্তিকের অভিযোগ, রাখাল রোজ 15-20টি মোষ চরাতে নিয়ে আসত জমিতে । প্রতিদিনই মোষের দল তাঁর জমির ফসল নষ্ট করে দিত । অনেকবার বারণ করা সত্ত্বেও কর্ণপাত করেনি রাখাল । তাই তাঁকে সবক শেখাতেই গাছের সাথে বেধে রাখা হয়েছিল ।

অন্যদিকে রাখাল বলেন, প্রায় এক ঘণ্টা আমাকে বেঁধে রাখা হয়েছিল । আমি ঘটনার ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করব ।

Last Updated : Jun 5, 2019, 11:43 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details