পুরুলিয়া , 16 জুন : যোগদান বাড়ছে পুরুলিয়ার পদ্ম শিবিরে । আজ পুরুলিয়া শহরের সরকারি বাসস্ট্যান্ডে আত্মপ্রকাশ করল BJP-র কর্মচারী সংগঠন ।
লোকসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রে BJP-র জ্যোতির্ময় সিং মাহাত জেতার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মী, সমর্থকরা BJP-তে যোগ দিচ্ছেন । আজ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত শতাধিক বাস কর্মচারী যোগদান করেন BJP-তে l শহরের একটি ধর্মশালায় কর্মিসভার মধ্য দিয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা, পুরুলিয়া শহর সভাপতি সত্যজিৎ অধিকারী ।