পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় তৃণমূল ছাড়লেন বহু কর্মী, আত্মপ্রকাশ BJP কর্মচারী সংগঠনের

পুরুলিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত শতাধিক বাস কর্মচারী যোগদান করলেন BJP-তে l নতুন কর্মীদের হাত ধরে আত্মপ্রকাশ করল BJP-র কর্মচারী সংগঠন ।

BJP-তে যোগদান

By

Published : Jun 16, 2019, 7:29 PM IST

পুরুলিয়া , 16 জুন : যোগদান বাড়ছে পুরুলিয়ার পদ্ম শিবিরে । আজ পুরুলিয়া শহরের সরকারি বাসস্ট্যান্ডে আত্মপ্রকাশ করল BJP-র কর্মচারী সংগঠন ।

লোকসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রে BJP-র জ্যোতির্ময় সিং মাহাত জেতার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মী, সমর্থকরা BJP-তে যোগ দিচ্ছেন । আজ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত শতাধিক বাস কর্মচারী যোগদান করেন BJP-তে l শহরের একটি ধর্মশালায় কর্মিসভার মধ্য দিয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা, পুরুলিয়া শহর সভাপতি সত‍্যজিৎ অধিকারী ।

সদ্য BJP-তে যোগদানকারীদের দাবি, "শাসকদলের প্রভাবশালী নেতার অঙ্গুলিহেলনে শহরের বাসস্ট্যান্ডে দুর্নীতি চলছে । তাই বাসট‍্যান্ডে BJP পরিচালিত সংগঠন প্রতিষ্ঠিত হলে সেই দুর্নীতি বন্ধ করা যাবে ।"

জেলার BJP নেতৃত্বের দাবি, "বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মচারী শাসকদলের দুর্নীতি ও জুলুমে বিরক্ত হয়ে BJP-তে যোগ দিয়েছেন । আজ বাসস্ট্যান্ডে নতুন এক সংগঠন তৈরি হল l এছাড়াও পুরুলিয়া শহরে BJP-র সংগঠন মজবুত হল । দলীয় অনুশাসন মেনে কাজ করলে তাদের সমস্ত রকম রাজনৈতিক সহযোগিতা করবে ভারতীয় জনতা পার্টি ।"

ABOUT THE AUTHOR

...view details