ঝালদা, 21 নভেম্বর: অনাস্থা প্রস্তাবে ঝালদা পৌরসভায় জয়ী কংগ্রেস । কংগ্রেসের 5 জন ও 2 নির্দল কাউন্সিলরের সমর্থনে আজ সংখ্যাগরিষ্ঠতা প্রমান করে তারা । যদিও শাসকদলের কোনও কাউন্সিলর তলবি সভায় উপস্থিত হননি (TMC lost Jhalda Municipality) । পৌরসভা দখলের পর ঝালদা শহরে বিজয় মিছিল করে কংগ্রেস, দেওয়া হয় তপন কান্দুর নামে স্লোগানও ।
ঝালদা পৌরসভা তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে দল । নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, "এই দিনটি আসার ছিলই । তাই হয়েছে। আমার স্বামী খুন না-হলে এই দিনটি হয়তো আরও আগে আসত ।" উল্লেখ্য, ঝালদা পৌরসভায় তৃণমূল কংগ্রেসের 5 জন, কংগ্রেসের 5 জন ও 2 জন নির্দল কাউন্সিলর ছিলেন । দুই নির্দল কাউন্সিলরের সমর্থনে আজ ঝালদা পৌরসভার তলবি সভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে কংগ্রেস ।