পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader Murder: আদ্রায় তৃণমূল কংগ্রেস নেতা খুনে গ্রেফতার কংগ্রেস প্রার্থী-সহ দুই - তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবেকে লক্ষ্য করে

তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবেকে লক্ষ্য করে বৃহস্পতিবার বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ৷ বাইকে করে এসে তারা তৃণমূল নেতার উপর হামলা চালায় বলে স্থানীয়দের অভিযোগ ৷

Etv Bharat
তৃণমূল কংগ্রেস নেতা খুনে গ্রেফতার কংগ্রেস প্রার্থী

By

Published : Jun 23, 2023, 7:55 PM IST

আদ্রায় তৃণমূল কংগ্রেস নেতা খুনে গ্রেফতার কংগ্রেস

আদ্রা, 23 জুন:আদ্রায় তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনায় গ্রেফতার করা হল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থীকে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ের সামনেই খুন হন ধনঞ্জয় চৌবে নামে ওই তৃণমূল নেতা ৷ গুলিতে কার্যত ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁকে ৷ আর সেই ঘটনার তদন্তে নেমে দ'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কংগ্রেসের দাবি, এদের মধ্যে একজন আরশাদ হোসেন বেকো গ্রাম পঞ্চায়েতের তাদের দলের প্রার্থী ৷

আদ্রায় তৃণমূল কংগ্রেস নেতা ধনঞ্জয় চৌবেকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ৷ বাইকে করে এসে তারা তৃণমূল নেতার উপর হামলা চালায় বলেও স্থানীয়দের অভিযোগ ৷ খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ যে দু'জনকে গ্রেফতার করেছে, তাদের মধ্যে একজন আরশাদ হোসেন বেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের প্রার্থী বলে জানা গিয়েছে। তাই স্বাভাবিক ভাবেই এই ঘটনায় রাজনীতি জড়িয়ে গেল বলেও দাবি করছে এলাকার মানুষ। যদিও এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত বলেন, "পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক ৷ তাতে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তাহলে তার শাস্তি হোক। তবে এই ধরনের ঘটনা তো আদ্রাতে হামেশাই ঘটছে ৷ তাই পুলিশের উচিত যাকে-তাকে গ্রেফতার না করে আসল দোষীদের গ্রেফতার করা।" একই সঙ্গে, জেলা কংগ্রেস সভাপতি এই ঘটনার উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন।

এদিন নেপাল মাহাতো বলেন, "এটা খুবই জঘন্য কাজ। এর তীব্র নিন্দা করছি। আর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।" উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আদ্রা পুরাতন বাজার এলাকার দলীয় কার্যালয়ে বসে ছিলেন ওই তৃণমূল নেতা ৷ স্থানীয় দু-একজন কর্মীর সঙ্গে কথা বলছিলেন পার্টি অফিসের সামনে ৷ স্থানীয়দের দাবি, সেই সময় একটি মোটরবাইকে করে তিন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে ধনঞ্জয় চৌবেকে একাধিক রাউন্ড গুলি করে ৷ তাকে বাঁচাতে এসে গুলি বিদ্ধ হন তাঁর দেহরক্ষী এক কনস্টেবল। সে বর্তমানে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে কী কারণে এই খুন তা এখনও জানা যায়নি। নিছকই রাজনৈতিক কারণে নাকি, এই খুনের নেপথ্যে রয়েছে অন্য কিছু তা অবশ্য স্পষ্ট হয়নি।

আরও পড়ুন:জীবিত ব্যক্তির নামে ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু করে বিপাকে ক্লার্ক ! চাঞ্চল্য ঘাটালে

এই খুনের প্রতিবাদে আদ্রা মার্কেট এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন সকালে কার্যত বন্ধের চেহারা নিয়েছে আদ্রা রেল শহর। আর পঞ্চায়েত নির্বাচনের আগে শান্ত জেলা বলে পরিচিত পুরুলিয়ায় খুনের ঘটনায় রীতিমত অশান্তির আশঙ্কা করছেন মানুষ জন। যদিও পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় এদিন দাবি করেছেন আদ্রা খুনের ঘটনায় জামাল এবং আরশাদ নামের দু'জনকে আদ্রা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশ সুপারের। যদিও কী কারণে এই খুন তা খোলসা করেননি পুলিশ সুপার।

ABOUT THE AUTHOR

...view details