পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শবর অধ্যুষিত গ্রামগুলিতে শুভেন্দু অধিকারীর পাঠানো খাদ্যসামগ্রী বিলি তৃণমূলের - তৃণমূল

একদিকে নিরক্ষরতা বেশি । তার উপর লকডাউনে বন্ধ কাজ । তাই পুরুলিয়ার শবর গ্রামগুলিতে খাদ্যসামগ্রী বিতরণ করল জেলা তৃণমূল ।

Food distribution in Purulia
শবর গ্রামগুলিতে খাদ্যসামগ্রী বিলি

By

Published : May 14, 2020, 2:37 PM IST

পুরুলিয়া, 14 মে : একাধিক শবর গ্রাম রয়েছে পুরুলিয়ায় । লকডাউনে চরম আর্থিক সংকটে রয়েছেন সেইসব গ্রামের বাসিন্দারা । তাই কিছুদিন আগে দুস্থদের জন্য খাদ্যসামগ্রী পাঠান শুভেন্দু অধিকারী । আজ সেই খাদ্যসামগ্রী ওই শবরদের হাতে তুলে দেয় জেলা তৃণমূল ।

বান্দোয়ান ব্লকের বামনি, জনাড়া ও পুঁড়রু গ্রাম । পুরুলিয়ার এই গ্রামগুলিতে শবর সম্প্রদায়ের মানুষরা থাকেন । তাঁদের বেশিরভাগই নিরক্ষর । প্রায় প্রত্যেকেরই পেশা দিনমজুরি । কিন্তু লকডাউনে এখন সব কাজ বন্ধ । ফলে আর্থিক সংকট দেখা দেয় । এই অবস্থায় শুভেন্দু অধিকারীর পাঠানো খাদ্যসামগ্রী আজ তাঁদের হাতে তুলে দেন অনগ্রসর ও শ্রেণি কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী সন্ধ্যারানি টুডু ও তাঁর স্বামী তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু । এই খাদ্যসামগ্রীগুলি কিছুদিন আগে পুরুলিয়ার দুস্থদের মধ্যে বিলির জন্য শুভেন্দু অধিকারী পাঠিয়েছিলেন ।

সন্ধ্যারানি টুডু বলেন, "দীর্ঘ লকডাউনে বহু পরিবারে অভাব দেখা দিয়েছে । তাদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হচ্ছে । বিশেষ করে তিনটি শবর গ্রামে শতাধিক পরিবারের হাতে আজ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় । আগামী দিনেও এইভাবে মানুষকে সহযোগিতা করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details