পুরুলিয়া, 21 মার্চ: আগামী পঞ্চায়েত নির্বাচনকেই (WB Panchayat Election 2023) 'পাখির চোখ' করছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস ৷ ভোটের ময়দানে বাজিমাত করতে সংগঠন ঢেলে সাজানো হচ্ছে ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া (Soumen Beltharia) ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, জেলার সর্বত্র শক্তিশালী বুথ কমিটি গঠনের কাজ চলছে ৷ প্রত্যেকটি বুথে 20 থেকে 25 জন সদস্যের এক-একটি কমিটি তৈরি করা হচ্ছে ৷ দিন কয়েক আগেই পুরুলিয়া জেলায় দলের সংগঠন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee praise Purulia District TMC Members) ৷ তারপর থেকে আরও বেশি উদ্যোমে সংগঠনের কাজ শুরু করেছেন জেলা তৃণমূলের নেতা ও কর্মীরা ৷ জানিয়েছেন দলের জেলা সভাপতি ৷
আসলে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলায় কারা বাজিমাত করবে, তা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে ৷ রাজ্যের শাসকদলের দাবি, মানুষ রয়েছে তাদের সঙ্গে ৷ পালটা বিজেপির বক্তব্য, তৃণমূল কংগ্রেস আগে জেলাবাসীকে নিয়ে একটা মহামিছিল করে দেখাক ! এদিকে, সম্প্রতি মমতা ঘোষণা করেন, এবার থেকে প্রত্যেক সপ্তাহে তিনটি করে জেলার নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন তিনি ৷ সেই মতো, পুরুলিয়া জেলা তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গেও কথা বলেন মমতা ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন সৌমেন ৷ তাঁর কাছ থেকে সংগঠনের খোঁজখবর নেন মমতা ৷ জানান, আগের তুলনায় পুরুলিয়ায় দলের সংগঠন অনেকটাই মজবুত হয়েছে ৷ মমতার কথায়, "আগের থেকে পুরুলিয়া জেলায় সংগঠন এখন ভালো ৷"
খোদ সুপ্রিমোর মুখে এই প্রশংসা শুনে উজ্জীবিত জেলা তৃণমূলের সর্বস্তরের নেতা ও কর্মীরা ৷ মঙ্গলবার এই বিষয়ে সৌমেন বেলথরিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "নেত্রী বলেছেন, এখন পুরুলিয়া জেলার সংগঠন আগের থেকে ভালো ৷ ওঁর এই মন্তব্য আমাদের আরও ভালো কাজ করার উৎসাহ দেবে ৷" একইসঙ্গে, বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি সৌমেন ৷ এক্ষেত্রে তিনি হাতিয়ার করেছেন বিজেপির একটি সাম্প্রতিক কর্মসূচিকে ৷ কিছুদিন আগে পুরুলিয়া জেলার চার প্রান্ত থেকে চারটি মিছিল বের করে বিজেপি ৷ একত্রে এই চারটি মিছিলের নাম দেওয়া হয়, 'নীতি যাত্রা' ৷ তৃণমূলের দাবি, নামেই মিছিল ! কিন্তু, তাতে পা মেলানোর মতো মানুষ ছিলেন না !
আরও পড়ুন:পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো কাজ করলে অশোক স্তম্ভটা খুলে হাওয়াই চটি লাগিয়ে আসবেন: সুকান্ত
এর জবাব দিতে দেরি করেনি জেলা বিজেপি নেতৃত্বও ৷ দলের জেলা সভাপতি বিবেক রাঙা যেমন বলেন, "আমরা 160 কিলোমিটার দীর্ঘ পদযাত্রা করেছি ৷ তৃণমূল কংগ্রেস আগে সেটা করে দেখাক ৷" পাশাপাশি, পুরুলিয়া জেলায় তৃণমূলের সংগঠন নিয়েও সংশয় প্রকাশ করেছেন বিবেক ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন, বিজেপি জেলা সভাপতির দাবি, পুরুলিয়ায় তৃণমূলের ভিত এতটাই নড়বড়ে যে পঞ্চায়েত ভোটের জন্য প্রার্থীও খুঁজে পাবে কিনা সন্দেহ ! অন্যদিকে, সৌমেন বেলথরিয়ার বক্তব্য, "ওদের (বিজেপির) পায়ের তলার মাটি সরে গিয়েছে ৷ নীতি যাত্রায় লোকের অভাব থেকেই সেটা স্পষ্ট ৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে ওরা টিকিট দেওয়ারই লোক খুঁজে পাবে না !" যদিও খাতা-কলমের হিসাব বলছে, পুরুলিয়ায় ভালোই জনভিত্তি রয়েছে গেরুয়া শিবিরের ৷ এখন তৃণমূল কংগ্রেস তাতে ফাটল ধরাতে পারে কিনা, সেটাই দেখার ৷