পুরুলিয়া, 24 নভেম্বর: এবার মিঠুন চক্রবর্তীর পালটা জনসভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC Meating in purulia)। গতকাল মিঠুন চক্রবর্তী লধুড়কায় যে মাঠে কর্মীসভা করেছিলেন আগামী 1 ডিসেম্বর সেখানেই জনসভা করবে তৃণমূল। উপস্থিত থাকবেন বাবুল সুপ্রিয় ও মহুয়া মৈত্র ।
এই প্রসঙ্গেই তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, "আমাদের সারাবছরই নানান কর্মসূচি থাকে । আমরা মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে কাজ করি বলে পালটা জনসভা করার দরকার আমাদের পড়ে না ৷ ভোট এলেই পরিযায়ী পাখির দেখা পাওয়া যায়। তৃণমূল এতে বিশ্বাস করে না । আমাদের 26 তারিখ পুরুলিয়া শহরে একটি সভা আছে যেখানে মানস ভুঁইয়া, শতাব্দী, দেবাংশুরা থাকছেন অন্যদিকে লধুড়কাতে 1 তারিখ একটি সভা করা হবে যেখানে বাবুল সুপ্রিয় ও মহুয়া মৈত্র থাকবেন।" পাশাপাশি মিঠুন চক্রবর্তীর সভার কোনও প্রভাব ভোটে পড়বে না বলে মনে করেন তিনি।