পুরুলিয়া , 9 জুন : রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পুরুলিয়া শহর । তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় ৷ পুরো ঘটনায় আহত দুই পক্ষের তিন ৷
তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূল পুলিশ নিয়ে এসে হামলা করেছে বিজেপি নেতার উপর ৷
ঘটনায় আহত হয়েছেন পুরুলিয়া শহরের দুই বিজেপি নেতা । বর্তমানে তাঁরা পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন । সেইসঙ্গে আক্রান্ত হয়েছেন একজন তৃণমূল নেতাও ৷
আরও পড়ুন :ঘাটালে কোভিড হাসপাতালে করোনা আক্রন্তের ঝুলন্ত দেহ উদ্ধার
আহত তৃণমূল নেতা বিভাস রঞ্জন দাস বলেন, "বিজেপি পরিকল্পিতভাবে আজ আমার উপর আক্রমণ করে ৷ এখানকার স্থানীয় বিধায়ক সুদীপ মুখোপাধ্য়ায় এবং তাঁর ভাই প্রদীপ মুখোপাধ্য়ায় আমার উপর আক্রমণ করে ৷ আমি খুব জোর বেঁচে গেছি ৷ প্রায় 40-50 জন আমার উপর আক্রমণ করে ৷ দলে দলে বিজেপির লোক তৃণমূলে আসছে বলেই এই আক্রমণ ৷"
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পুরুলিয়া তৃণমূল-বিজেপি সংঘর্ষে প্রতিক্রিয়া জানান বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্য়ায় ৷ তিনি বলেন, "যেহেতু এই জেলায় ন'টি কেন্দ্রের মধ্যে তৃণমূল ছ'টি হেরেছে এবং সামনে পৌরসভা নির্বাচনে আমরা 23টি ওয়ার্ডের মধ্য়ে 18 টিতে নেতৃত্ব দিয়েছি, মানুষ আমাদের পক্ষে আছে, আমাদের সঙ্গে আছে ৷ এসব তৃণমূল সব নাটক করছে ৷ "
ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ সুদীপ মুখোপাধ্যায়ের ভাই প্রদীপ এবং হিরন্ময় কর্মকার নামে আর এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে ৷ আজ তাঁদের জেলা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ৷