পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Three Died in Lightning: বজ্রপাতে পুরুলিয়ায় মৃত তিন, আহত 1 - বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি

পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা এলাকায় বজ্রপাতে নাবালক -সহ মৃত 3 (Three Died in Lightning)৷ মৃতদের নাম হালিম আনসারী (55), রাজেশ মল্লিক (10), মিঠু বাউরি(30) ৷

Three Died in Lightning
বজ্রপাতে পুরুলিয়ায় মৃত তিন

By

Published : Sep 16, 2022, 9:24 AM IST

পুরুলিয়া, 16 অগস্ট: একইদিনে বজ্রাঘাতে মৃত্যু হল তিন জনের (Three Died in Lightning) ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা এলাকায় ৷ এদিন বিকালের দিকে পুরুলিয়ায় বজ্র বিদ্যুৎ- সহ বৃষ্টিপাত শুরু হয় ৷ বজ্রপাতের জেরেই মৃ্ত্যু হয়েছে 3 জনের ৷ তরা স্থানীয় রঘুনাথপুর মহকুমা এলাকার বাসিন্দা ৷ বজ্রাঘাতে গুরুতর আহত অবস্থায় 1 ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন ৷

জানা গিয়েছে, পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার ডুমুরহীড় গ্রামের বাসিন্দা হালিম আনসারী (55) পেশায় একজন রাজমিস্ত্রি । তিনি কাজ করার সময় বজ্রাঘাতে জখম হন । তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে সাঁওতালডি থানার জোড়াডি এলাকার বাসিন্দা রাজেশ মল্লিক(10) ও দেব মল্লিক (8) নামে দুই শিশু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ৷ স্থানীয় একটি মাঠে খেলা করছিল তারা ৷ সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা গাছ তলায় আশ্রয় নিয়েছিল । তখনই বাজ পড়ে দুই শিশুই আহত হন ৷ তাদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাজেশকে মৃত ঘোষণা করেন। দেব মল্লিক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

আরও পড়ুন: মালদায় বজ্রাঘাতে জোড়া মৃত্যু

এছড়াও সাঁতুড়ি থানা এলাকার টাড়াবাড়ি গ্রামের বাসিন্দা মিঠু বাউরি(30) মাঠ থেকে ফেরার সময় বাজ্রাঘাতের আহত হন। তাঁকেও উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ABOUT THE AUTHOR

...view details