পুরুলিয়া, 16 অগস্ট: একইদিনে বজ্রাঘাতে মৃত্যু হল তিন জনের (Three Died in Lightning) ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা এলাকায় ৷ এদিন বিকালের দিকে পুরুলিয়ায় বজ্র বিদ্যুৎ- সহ বৃষ্টিপাত শুরু হয় ৷ বজ্রপাতের জেরেই মৃ্ত্যু হয়েছে 3 জনের ৷ তরা স্থানীয় রঘুনাথপুর মহকুমা এলাকার বাসিন্দা ৷ বজ্রাঘাতে গুরুতর আহত অবস্থায় 1 ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন ৷
জানা গিয়েছে, পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার ডুমুরহীড় গ্রামের বাসিন্দা হালিম আনসারী (55) পেশায় একজন রাজমিস্ত্রি । তিনি কাজ করার সময় বজ্রাঘাতে জখম হন । তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে সাঁওতালডি থানার জোড়াডি এলাকার বাসিন্দা রাজেশ মল্লিক(10) ও দেব মল্লিক (8) নামে দুই শিশু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ৷ স্থানীয় একটি মাঠে খেলা করছিল তারা ৷ সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা গাছ তলায় আশ্রয় নিয়েছিল । তখনই বাজ পড়ে দুই শিশুই আহত হন ৷ তাদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাজেশকে মৃত ঘোষণা করেন। দেব মল্লিক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।