পুরুলিয়া, 29 মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্যাধায়ের নির্দেশের পর একের পর এক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে ৷ রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পুরুলিয়া জেলাতেও আগ্নেয়াস্ত্র উদ্ধারে তৎপর হয়ে উঠল জেলা পুলিশ ।
ঝাড়খণ্ড লাগোয়া প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় চালানো হচ্ছে নাকা চেকিং । এই নাকা চেকিং চালানোর সময়ই আগ্নেয়াস্ত্র-সহ তিন যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ (Three Person Arrested with Firearm in Purulia) । ধৃতদের বাড়ি ঝাড়খণ্ডের চন্দ্রপুরা থানা এলাকায় ।