পুরুলিয়া, 10 জানুয়ারি: একের পর এক গ্রাম থেকে শহর ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) নিয়ে অভিযোগের যেন শেষ নেই । এবার পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের তুন্তুরি সুইসা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধানের নাম আবাস যোজনার তালিকায় ৷ আর সেই তালিকা সামনে আসতেই শুরু বিতর্ক ৷ প্রধান অবশ্য দাবি করেছেন, তাঁর কাঁচা বাড়ি থাকায় তিনি আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য ৷
জানা গিয়েছে, আবাস যোজনার তালিকায় কেবল প্রধান কিরণ কালিন্দীর নাম নেই ৷ এমনকী রয়েছে তাঁর পরিবারের আরও দুজনের নাম ৷ আর তিনজনের নাম-সহ আবাস তালিকা দেখে রাগে ফেটে পড়ছেন গ্রামবাসীরা ৷ তোপ দাগতে ছাড়েনি বিরোধী শিবিরও ৷ যদিও এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রধান কিরণ কালিন্দীর বক্তব্য, "আমার টালির ছাউনি দেওয়া কাঁচা বাড়ি রয়েছে ৷ প্রয়োজনে আমার বাড়ি পরিদর্শন করা হোক ৷ আমি যদি পাওয়ার অনুপযুক্ত হই তাহলে আমার নাম বাদ দেওয়া হোক । তবে আমি বাড়ি পাওয়ার যোগ্য ।"
প্রধানের পাশাপাশি বাবা ও ভাইয়ের নাম রয়েছে তালিকায় (Gram Panchayat Pradhan name in PM Awas Yojana list) ৷ তবে তাঁরা পৃথক থাকেন বলে দাবি কিরণ কালিন্দীর । বিজেপির মণ্ডল 3 এর সভাপতি বিভূতি রজক বলেন, "শুধু এই প্রধান নন, তৃণমূলের সমস্ত নেতাদের নাম রয়েছে তালিকায় । আর প্রধানের পরিবারের তিনজন সদস্য কেন বাড়ি পাবে, এগুলো দুর্নীতি ছাড়া কিছু নয় ।" এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বাঘমুণ্ডি ব্লকের বিডিও দেবরাজ ঘোষ বলেন, "অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।"