কাঁটাবেড়া, 21 জুন : 2016 সালের বিধানসভা ভোট ৷ নির্বাচনের আগে পুরুলিয়ায় কাঁসাই নদীর উপর একটি সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ ৷ বরাদ্দ করা হয় প্রায় 9 কোটি 24 লাখ টাকা ৷ সেইমতো তৎকালীন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাত সেতুর শিলান্যাসও করেন ৷ কথা ছিল 2 বছরের মধ্যে কাজ শেষ হবে ৷ কথা মতো শুরু হয় কাজও ৷ 147 মিটার সেতুতে 8টি পিলার নির্মাণের নকশা তৈরি হয় ৷ পিলার তৈরির কাজ শুরু হয়েও থমকে যায় ৷
2016 নির্বাচনের পর কেটে গিয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনও ৷ জমেছে প্রতিশ্রুতির পাহাড় ৷ তবু কাজ এগোয়নি কিছুই ৷ এরপর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মালপত্র নিয়ে চলে গিয়েছেন ৷ কোন কারণে বন্ধ হয়েছে কাজ, তা জানা নেই কারও ৷
পুরুলিয়ার কংসাবতী নদী ৷ স্থানীয় ভাষায় এটিকে 'কাঁসাই' নদীও বলে ৷ কাঁসাইয়ের দুইপাড়ের গ্রাম কাঁটাবেড়া এবং বামুনডিহা ৷ এই দুই গ্রামের মাঝখানেই মূলত সেতু নির্মাণ শুরু হয় ৷ এই সেতু নির্মাণ হলে উপকৃত হত প্রায় 50টির বেশি গ্রাম ৷ উপকৃত হতেন প্রায় 50 থেকে 60 হাজারের বেশি মানুষ ৷ একমাত্র পায়ে হেঁটেই নদীর এপার থেকে ওপার করতে হয় ৷ জল কম থাকলে, নদী পারাপার করা যায় ৷ কিন্তু বর্ষাকালেই বাধে বিপত্তি ৷ বেড়ে যায় নদীর জল ৷ কখনও বুক সমান, তো কখনও হাঁটু সমান জলেই করতে হয় পারাপার ৷