পুরুলিয়া, 4 জুলাই : জন্মদিন উপলক্ষ্যে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মৃত্যু হল যুবকের । PPSP আপার ড্যামের জলে ডুবে মৃত্যু হয় তাঁর । ঘটনাটি পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার অন্তর্গত অযোধ্যা পাহাড়ের । মৃতের নাম প্রতীক কুমার (26) । তাঁর বাড়ি ঝাড়খণ্ডের জামশেদপুরে ।
অযোধ্যা ঘুরতে গিয়ে বিপত্তি, পা ফসকে জলে তলিয়ে মৃত্যু যুবকের - Puruliya
জন্মদিন উপলক্ষ্যে বন্ধুদের সঙ্গে অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়ে মৃত্যু হল যুবকের ।
![অযোধ্যা ঘুরতে গিয়ে বিপত্তি, পা ফসকে জলে তলিয়ে মৃত্যু যুবকের](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3741034-thumbnail-3x2-body.jpg)
গতকাল প্রতীক 5 বন্ধুর সঙ্গে অযোধ্যা পাহাড়ে জন্মদিনের ছুটি কাটাতে আসেন । বিকেলে তাঁরা অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে স্নান করতে যান । টারবাইন ঘরের সামনে পা ফসকে নিচে পড়ে জলে তলিয়ে যান প্রতীক । বন্ধুরা বাঘমুন্ডি থানায় খবর দেন । মাঝরাতের দিকে দেহটি উদ্ধার করে পুলিশ । ঘটনার পরই তাঁর 5 বন্ধুকে আটক করা হয়েছে ।
আজ দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয় । খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারে । নিরাপত্তারক্ষীর চোখকে ফাঁকি দিয়ে কীভাবে তাঁরা টারবাইন গার্ড ঘরের সামনে পৌঁছালেন তা নিয়ে উঠছে প্রশ্ন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।