পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাকছে পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটক টানতে উদ্যোগ - purulia tourism

পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পায়নি পুরুলিয়া৷ তাই এবার জেলাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্যের পর্যটন দপ্তর ।

ছবি
ছবি

By

Published : Feb 3, 2021, 9:57 PM IST

পুরুলিয়া, 3 ফেব্রুয়ারি : পুরুলিয়াকে পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্যের পর্যটন দপ্তর। এই কারণে পুরুলিয়া পর্যটন উন্নয়ন পর্ষদ গঠন করা হলো ৷ আজ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হিল টপে একটি বেসরকারি রিসোর্টে পর্যটন দপ্তরের নীতি সচিব নন্দিনী চক্রবর্তীর পৌরহিত্যে নবগঠিত পর্ষদের সদস্য এবং পুরুলিয়া হোটেল আসোসিয়েশনের পদাধিকারীদের উপস্থিতিতে একটি বৈঠক হয়। ছিলেন ওই পর্ষদের মূল নেতৃত্বে থাকা জেলাশাসক অভিজিৎ মুখার্জি ।

গঠনমূলক ভাবনা নিয়ে পর্যটন দপ্তর ভূমি, বন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে এগোতে চাইছে । পর্যটন সচিব বলেন, "আজকের আলোচনা থেকেই একটি রোড ম্যাপ তৈরি হবে। পুরুলিয়া জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, আদিবাসী সংস্কৃতি মিলিয়ে একটা প্যাকেজ করে পার্শ্ববর্তী বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সংযুক্ত করা হবে। যাতে পর্যটন শিল্প প্রসারিত হয় ।"

ভিডিয়োয় দেখুন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পুরুলিয়ার ছবি

এদিন জেলার পর্যটন কেন্দ্রগুলিতে বর্জ্য, প্লাস্টিক ও পরিবেশ দূষণকারী পদার্থ ছড়িয়ে থাকা নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন পর্যটন সচিব । এছাড়া পর্যটন কেন্দ্রগুলিতে শৌচালয় গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানান তিনি । এদিন পর্যটকদের আকর্ষণ বাড়াতে হোটেল রিসর্ট নতুন করে গড়ে তোলা এবং হোম স্টে গড়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। অযোধ্যা পাহাড়ে আরও বেশি পর্যটক টানতে ফি বছর সরকারি উদ্যোগে একটি মেলার আয়োজিত হবে।

ABOUT THE AUTHOR

...view details