পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পোকা ধরা চাল বিলি, কাঠগড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা - low Quality food

কোরোনা সংক্রমণ ঠেকাতে বর্তমান রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে বন্ধ রাখার নির্দেশিকা জারি করে ৷ শিশু ও অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যের কথা ভেবে উপভোক্তা পিছু 2 কেজি চাল ও 2 কেজি আলু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশিকাও জারি করে রাজ্য সরকার ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা উপভোক্তাদের পোকা ধরে যাওয়া চাল বিতরণ করাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ৷ ঘটনা পুরুলিয়া 1 নম্বর ব্লকের ভান্ডারপুয়াড়া-চিপিদা গ্রাম পঞ্চায়েতের বড়টাড় গ্রামের ৷

The staff of Anganwadi center has been accused of picking up rice pes
পোকা ধরে যাওয়া চাল বিলির অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে

By

Published : Mar 20, 2020, 7:38 PM IST

Updated : Mar 20, 2020, 10:35 PM IST

পুরুলিয়া, 20 মার্চ :কোরোনা সংক্রমণ ঠেকাতে বর্তমান রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে বন্ধ রাখার নির্দেশিকা জারি করে ৷ শিশু ও অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যের কথা ভেবে উপভোক্তা পিছু 2 কেজি চাল ও 2 কেজি আলু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশিকাও জারি করে রাজ্য সরকার ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা উপভোক্তাদের পোকা ধরে যাওয়া চাল বিতরণ করাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ৷ ঘটনা পুরুলিয়া 1 নম্বর ব্লকের ভান্ডারপুয়াড়া-চিপিদা গ্রাম পঞ্চায়েতের বড়টাড় গ্রামের ৷

কোরোনা সংক্রমণ ঠেকাতে বর্তমানে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে ৷ তবে শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের কথা ভেবে উপভোক্তা পিছু 2 কেজি চাল ও 2 কেজি আলু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশিকাও জারি করেছে রাজ্য সরকার ৷ সেই মতো বডটাড় গ্রামেও এদিন চাল ও আলু বাড়ি বাড়ি পৌঁছে দিতে যায় অঙ্গনওয়াড়ি কর্মীরা ৷ কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা উপভোক্তাদের পোকা ধরে যাওয়া চাল বিতরণ করে৷ প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা ৷ এমনকী, সে চাল না নেওয়ার সিদ্ধান্ত নেন উপভোক্তারা ৷

পোকা ধরে যাওয়া চাল বিলির অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে

এলাকাবাসীদের অভিযোগ, রাজ্য সরকারের পক্ষ থেকে যে পুষ্টিকর খাবার দেওয়া হয়, সেখানে পোকা ধরে যাওয়া নিম্নমানের চাল দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের তরফে ৷

Last Updated : Mar 20, 2020, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details