পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

22 ফেব্রুয়ারি থেকে স্বাভাবিক হতে চলেছে পুরুলিয়া জেলা আদালত - purulia jila court

গতবছরের 8 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে পুরুলিয়া জেলা আদালতে সীমিত কাজ আরম্ভ হয় ।

ছবি
ছবি

By

Published : Feb 12, 2021, 11:08 PM IST

পুরুলিয়া, 12 ফেব্রুয়ারি : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সর্বসাধারণের জন্য স্বাভাবিক হতে চলেছে পুরুলিয়া জেলা আদালতের যাবতীয় কাজকর্ম । আগামী 22 ফেব্রুয়ারি চালু হবে স্কুল ৷ কোরোনা আবহে গত মার্চ মাসে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস থেকে আদালতের কাজকর্মও বন্ধ হয়ে যায় । যদিও 18 মে 2020 তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে পুরুলিয়া জেলা আদালতে সীমিত কাজ আরম্ভ হয় ।

বিশেষ গুরুত্বপূর্ণ মামলায় সাক্ষী গ্রহণ, গুরুত্বপূর্ণ মামলার রায়, বেল ইত্যাদি কাজকর্ম শুরু হয় পুরুলিয়া জেলা আদালতে । তবুও এই কোরোনা আবহে এতে উকিল মহলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। তাই এবার পুরুলিয়া জেলা বার অ্যাসোসিয়েশন বিশেষ সভার মাধ্যমে সিদ্ধান্ত নেয় আগামী 22 ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলা আদালতের যাবতীয় কাজকর্ম স্বাভাবিক হবে । এই মর্মে ইতুমধ্যেই পুরুলিয়া জেলা আদালতের বিচারক মণ্ডলীর কাছে আবেদনও জানিয়েছে বার অ্যাসোসিয়েশন । বিচারক মণ্ডলীও সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ।

২২ ফেব্রুয়ারি থেকে স্বাভাবিক হতে চলেছে পুরুলিয়া জেলা আদালত

পুরুলিয়া জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ সিংহ মহাপাত্র, সেক্রেটারি অতুল চন্দ্র মাহাতরা জানান, কোরোনা আবহে দীর্ঘ কয়েকমাস শিথিল করা হয়েছিল পুরুলিয়া জেলা আদালতের কাজকর্ম । এরফলে বিচারব্যবস্থাও ধীর গতিতে চলছিল । এমত অবস্থায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে উকিল মহলকেও । তাই এবার কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে 22 ফেব্রুয়ারি থেকে জেলা আদালতের যাবতীয় কাজকর্ম স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details