পুরুলিয়া, 8 জুলাই: মা ও দুই ভাই মিলে খুন করল দাদাকে ৷ বৃহস্পতিবার সুবর্ণরেখা নদী তীর থেকে মাটি খুঁড়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে সুইসা ফাঁড়ির পুলিশ (Purulia Murder Arrest) । পরে জানা যায় দেহটি গাগী গ্রামের পরীক্ষিত সিং মুড়ার (29) । এই ঘটনায় সুয়ো মোটো মামলা রুজু করে পুলিশ । মৃত ওই যুবকের ঘাড়ের পেছনে কোদাল বা কুড়ুল জাতীয় একটা অস্ত্র দিয়ে ঘাড় ভেঙে দেওয়া হয়েছিল । এই খুনের ঘটনার দ্রুত কিনারা করে ফেলল পুলিশ । খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃত যুবকের মা রমণী সিং মুড়া, মেজো ভাই সবরণ সিং মুড়া ও ছোট ভাই মহেশ্বর সিং মুড়াকে । শুক্রবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে সবরণ সিং-এর 5 দিনের পুলিশি হেফাজত ও বাকি দু'জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।
আরও পড়ুন :Purulia Body Recovered: পুরুলিয়ায় মাটি খুঁড়ে উদ্ধার যুবকের দেহ