পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় স্বাস্থ্যকেন্দ্রগুলির বেহাল দশা, পরিকাঠামোগত উন্নয়নের আশ্বাস স্বাস্থ্য আধিকারিকের - উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলির উন্নয়নের আশ্বাস দিলেন পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য-আধিকারিক

পুরুলিয়া জেলার উপ ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির বেহাল দশা কাটাতে উদ্যোগ৷ উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিকে হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টার পরিণত করা হবে বলে জানালেন পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিলকুমার দত্ত ৷

স্বাস্থ্য কেন্দ্র

By

Published : Sep 9, 2019, 9:36 PM IST

Updated : Sep 9, 2019, 10:07 PM IST

পুরুলিয়া, 9 সেপ্টেম্বর : বেহাল দশা পুরুলিয়া জেলার উপ ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির ৷ নেই পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী ৷ কোথাও বিল্ডিংয়ের অবস্থা খারাপ, কোথাও নেই পরিকাঠামো তো কোথাও পানীয় জলের অভাব ৷ ব্লক প্রশাসনে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ এর জন্য স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের উদাসীনতাকেই দায়ি করছেন জেলার বাসিন্দারা ৷

তবে এবার পরিস্থিতি বদলাতে চলেছে ৷ আজ তাঁর ইঙ্গিত দিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিলকুমার দত্ত ৷ ETV ভারতের প্রতিনিধিকে তিনি জানান, উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিকে হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে পরিণত করা হবে ৷ বিল্ডিংগুলির সংস্কারের কাজ শুরু করা হবে ৷ বসার জায়গা বাড়ানো হবে ৷ চিকিৎসা পরিষেবা আরও উন্নত করা হবে ৷

দেখুন ভিডিয়ো...

ইতিমধ্যেই ছ'টি উপ-স্বাস্থ্যকেন্দ্রের সংস্কারের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ বলেন, ছ'মাসের মধ্যে আরও 60টি স্বাস্থ্যকেন্দ্রে সংস্কার ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়ে যাবে ৷ একইসঙ্গে GNM এবং ANM ট্রেনিং শেষ হলেই প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়োগ করা হবে ৷ বাড়ানো হবে কেন্দ্র পিছু আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ৷

Last Updated : Sep 9, 2019, 10:07 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details