পুরুলিয়া, 7মে : পুরুলিয়ার সরকারি কোভিড হাসপাতাল চত্বরেই বেশ মঙ্গলবার নিখোঁজ হন করোনা আক্রান্ত রোগী ৷ এবার নিখোঁজ হওয়া সেই রোগীর দেহ উদ্ধার হল সেই হাসপাতাল চত্বরেই ৷ দেহ উদ্ধারের খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ মৃত মদনমোহন মাহাতো পুরুলিয়ার বাঘমুন্ডির তুন্তুরির বাসিন্দা ৷ বয়স 73 বছর ৷
জানা গিয়েছে, মদনমোহন মাহাতোকে তাঁর পরিবারের লোকজন গত 25 এপ্রিল দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড বিভাগে ভর্তি করায় । এরপরই চিকিৎসারত অবস্থায় গত ৪ মে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান ওই করোনা আক্রান্ত রোগী । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে । এরপরই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে হাসপাতাল কতৃপক্ষ ৷ এরপরই গতকাল সন্ধ্যায় হাসপাতাল চত্বরেই নিখোঁজ ওই করোনা আক্রান্ত রোগীর দেহ উদ্ধার হয় । ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন মৃতের পরিবারের লোকজন ।