পুরুলিয়া, 17 নভেম্বর : পুরুলিয়া পৌরসভায় গ্রুপ-D পদে স্থায়ী কর্মী নিয়োগের আবেদনপত্র বেরোতেই কর্মচ্যুত হওয়ার আশঙ্কা করছেন প্রায় 80 জন অস্থায়ী কর্মী । 23 বছর ধরে পৌরসভার কাজে যুক্ত আছেন তাঁরা । গ্রুপ-D স্থায়ী কর্মীর পদে আবেদন করতে পারবেন না তাঁরা । গ্রুপ D-র স্থায়ী কর্মী নিয়োগের নিয়ম অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের নিচে হতে হবে । সেই সঙ্গে আবেদনকারীকে কমপক্ষে ক্লাস এইট পাশ হতে হবে । তাই স্থায়ী কর্মী নিয়োগ হলে কাজ হারানোর ভয় করছেন পুরুলিয়া পৌরসভার প্রায় 80 জন অস্থায়ী কর্মী ।
গতকাল, কাজ হারানোর আশঙ্কায় পৌরসভার পৌরপ্রধানের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা । তাঁদের দাবি, পুরোনো অস্থায়ী কর্মীদের মধ্যেই বাছাই করে স্থায়ী কর্মী নিয়োগ করা হোক । আর না হয় তারাও যাতে সেই আবেদন জানাতে পারে সেই ব্যবস্থা করা হোক । না হলে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তাঁরা ।
পৌরসভায় 23 বছর ধরে সাফাইয়ের দায়িত্বে থাকা অস্থায়ী কর্মী নিমাই গড়াই বলেন, "1995 সাল থেকে আমরা 80 জন অস্থায়ী কর্মীই পৌরসভার কাজের সঙ্গে যুক্ত । আমরা অনেক কম টাকা নিয়ে কাজ করে এসেছি । কিন্তু আজ পর্যন্ত স্থায়ী কর্মী করা হল না । অথচ এখন নতুন করে গ্রুপ-D স্থায়ী কর্মী নিয়োগের আবেদনপত্র বার হয়েছে । তাই আমরা এই বয়সে এসে আজ কাজ হারাবার আশঙ্কা করছি ।"
অন্যদিকে, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান শামিম দাদ খান বলেন, " নির্দেশিকা অনুযায়ী 25টি স্থায়ী গ্রুপ-D কর্মীর নিয়োগের আবেদনপত্র বার করা হয়েছে পৌরসভার তরফে । আবেদনের নিয়ম অনুযায়ী আবেদনকারীকে পুরুলিয়া পৌরসভার বাসিন্দা হতে হবে । আবেদনকারীর বয়স 40 বছরের নিচে হতে হবে । এবং তাকে ক্লাস এইট পাশ হতে হবে । আগামী 19 নভেম্বর পর্যন্ত সেই আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে । কিন্তু অস্থায়ী কর্মীদের সেই যোগ্যতা না থাকায় তাঁরা আবেদন করতে পারছেন না । তাঁরা বিষয়টি আমাকে জানিয়েছেন । কিন্তু আমার এক্ষেত্রে করার কিছুই নেই । তারা যদি আদালতে যেতে চায় তাহলে সেটা তাদের নিজস্ব ব্যাপার ।"