পুরুলিয়া, 24 জানুয়ারি : আজ পুরুলিয়ার হুটমুড়া ফুটবল ময়দানের মুখ্যমন্ত্রীর সভাস্থলে বিজেপির পতাকা নিয়ে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে, মাঠ পরিষ্কার করে বিজেপি নেতা কর্মীরা । খবর পেয়ে তৎক্ষণাৎ জেলা তৃণমূল নেতাকর্মীরা মাঠে পৌঁছন । এরপরই বিজেপির বিরুদ্ধে বিষয়টিকে রাজনৈতিক বানানোর অভিযোগ তোলে জেলা তৃণমূল । আগে থেকেই পরিষ্কার মাঠে, স্বচ্ছ ভারত অভিযান চালানো নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল ।
বিগত 19 জানুয়ারি পুরুলিয়ার হুটমুড়া ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয় । বিপুল সংখ্যক জনসমাগম দেখা যায় সেই সভায় । স্বাভাবিক ভাবেই আবর্জনা হয় মাঠে । জনসভার পাঁচদিন পর মুখ্যমন্ত্রীর সেই সভাস্থল স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে পরিষ্কার করল বিজেপি নেতাকর্মীরা । এরপরই মাঠ পরিদর্শনে যান জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু, জেলা তৃণমূল মুখপাত্র নবেন্দু মাহালি সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা ।
হুটমুড়ার যে মাঠ নিয়ে পরিষ্কার করা নিয়ে তরজা এ বিষয়ে, বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা বলেন,"মুখ্যমন্ত্রীর সভার পর মাঠ একেবারে অপরিষ্কার হয়ে পড়েছিল । মাঠের এই অবস্থা তৃণমূলের নজরে পড়েনি । তারা এই মাঠ পরিষ্কার করবে বলে আমরা অপেক্ষায় ছিলাম । কিন্তু এতদিন পরেও মাঠ পরিষ্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি দেখে আমরা জেলা বিজেপির পক্ষ থেকে মাঠ পরিষ্কার করি । স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে পুরো মাঠ পরিষ্কার করা হল ।"
আরও পডু়ন :ডিভিসির থার্মাল প্ল্যান্টে রেলপথে কয়লা সরবরাহের পরীক্ষামূলক সূচনা রঘুনাথপুরে
অপরদিকে জেলা তৃণমূল মুখপাত্র নবেন্দু মাহালি বলেন,"জনসভার পরই পুরো মাঠ পরিষ্কার করে দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে । এই মাঠে স্বচ্ছ ভারত অভিযান চালানো হল, একটি রাজনৈতিক উদ্দেশ্য । বিজেপি যদি স্বচ্ছ ভারত অভিযান চালাতেই চায়, তবে পুরুলিয়া পুরসভার বাসস্ট্যান্ড, হাসপাতাল, রাস্তাঘাট পরিষ্কার করুক । তৃণমূলের সাজানো গোছানো মাঠে স্বচ্ছ ভারত অভিযান চালানো সম্পুর্ণ রাজনৈতিক উদ্দেশ্য ।"