পুরুলিয়া, 20 মে : এখনও পর্যন্ত কোরোনা মুক্ত রয়েছে পুরুলিয়া। তবে ভিনরাজ্য থেকে শ্রমিকরা জেলায় ফিরতেই দু'দিনে 1 হাজার 280 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হল মেদিনীপুরে মেডিকেল কলেজ হাসপাতালে । এখনও পর্যন্ত পুরুলিয়া জেলা থেকে মোট 5 হাজার 741 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । তার মধ্যে 3 হাজার 953 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । বাকি 1 হাজার 788 জনের রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পৌঁছায়নি বলে প্রশাসনিক সূত্রে খবর ।
জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও পুরুলিয়া জেলাকে কোরোনা মুক্ত রাখতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে । সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে । পুরুলিয়া শহর, রঘুনাথপুর, ঝালদা, মানবাজার সহ সদর শহরগুলিকে নিয়মিত স্যানিটাইজ়েশন করা হচ্ছে । হাট, বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে নজরদারি চালাচ্ছে পুলিশ । লকডাউনের মাঝে অকারণে রাস্তায় বেরোলেই গ্রেপ্তারও করা হচ্ছে । প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হয়েছে পুলিশ পিকেট। এছাড়াও সীমান্ত এলাকাগুলিতে 24 ঘন্টা ধরে নজরদারি চালানো হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে ।
পুরুলিয়া থেকে 1280 জনের সোয়াবের নমুনা পাঠানো হল মেদিনীপুরে - মেদিনীপুরে মেডিকেল কলেজ হাসপাতাল
ভিনরাজ্যের শ্রমিকরা জেলায় ফিরতেই পুরুলিয়া থেকে দু'দিনে 1 হাজার 280 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হল মেদিনীপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ।
সোয়াব টেস্ট
জেলা পুলিশ সূত্রে খবর, অকারণে রাস্তায় বের হওয়ার অভিযোগে এখনও পর্যন্ত 492 জনকে গ্রেপ্তার করা হয়েছে । দায়ের করা হয়েছে 128টি মামলা । আটক করা হয়েছে 173 টি বাইক, 10 টি টোটো । জেলা প্রশাসন সূত্রে খবর, বর্তমানে এখনও পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন 13 জন । জেলার 39 টি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন 202 জন । গতকাল অবধি 28 হাজার 874 জনের হোম কোয়ারানটিন পূর্ণ হয়ে গিয়েছে ।বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 27 হাজার 525 জন ।
Last Updated : May 21, 2020, 12:15 AM IST