পুরুলিয়া, 26 সেপ্টেম্বর:এবার ডাইনি অপবাদে হেনস্থার শিকার এক ব্যক্তি (Suspicion Of Witchcraft) ৷ অপাবাদেই ক্ষান্ত হননি গ্রামের মোড়ল ৷ ওই ব্যক্তিকে 96 হাজার 700 টাকা জরিমানা করেন গ্রামের মাতব্বরেরা ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকার এক গ্রামে ৷
অভিযোগ, অসুস্থতাজনিত কারণে দেড় মাস আগে গ্রামে বিনোদ টুডু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ কিন্তু তার ভাই গ্রামে প্রচার করেন বিনোদ টুডু ভূতের প্রকোপের কারণে মারা গিয়েছেন ৷ এরপর গ্রামের হিরমল টুডু, সুনীল টুডু, পানু হাঁসদা , ফুচু হাঁসদা, মঙ্গল টুডু প্রভৃতি মোড়লরা ঝাড়খণ্ডের এক জান গুরুর কাছে যান। তারপর তারা সেখান থেকে ফিরে এসে জানান যে ওই ব্যক্তির বাড়িতে ভূত রয়েছে । এরপরই 70-80জন গ্রামবাসী ও গ্রামের মোড়ল বৈঠক করেন ৷ এই বৈঠকেই স্থির হয় জরিমানার কথা ৷ গ্রামের মাতব্বরেরা ওই ব্যক্তিকে 96 হাজার 700 টাকা জরিমানা ধার্য করেন। এই জরিমানা না দিতে পারলে ওই ব্যক্তিকে প্রাণনাশেরও হুমকি দেন ৷