পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suspicion Of Witchcraft: ডাইনি অপবাদে এবার জরিমানা লাখ টাকা, অনাদায়ে প্রাণনাশের হুমকি - ডাইনী অপবাদে এবার জরিমানা লাখ টাকা

ডাইনি অপবাদে এক গ্রামবাসীকে প্রায় এক লক্ষ টাকা জরিমানা (Suspicion Of Witchcraft)৷ অনাদায়ে প্রাণনাশের হুমকি গ্রামের মোড়লদের বিরুদ্ধে ৷ ইতিমধ্যেই জরিমানা বাবাদ 50 হাজার টাকা দিয়েছেন ওই ব্যক্তি ৷

Suspicion Of Witchcraft
ডাইনি অপবাদে এবার জরিমানা লাখ টাকা

By

Published : Sep 26, 2022, 10:49 PM IST

পুরুলিয়া, 26 সেপ্টেম্বর:এবার ডাইনি অপবাদে হেনস্থার শিকার এক ব্যক্তি (Suspicion Of Witchcraft) ৷ অপাবাদেই ক্ষান্ত হননি গ্রামের মোড়ল ৷ ওই ব্যক্তিকে 96 হাজার 700 টাকা জরিমানা করেন গ্রামের মাতব্বরেরা ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকার এক গ্রামে ৷

অভিযোগ, অসুস্থতাজনিত কারণে দেড় মাস আগে গ্রামে বিনোদ টুডু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ কিন্তু তার ভাই গ্রামে প্রচার করেন বিনোদ টুডু ভূতের প্রকোপের কারণে মারা গিয়েছেন ৷ এরপর গ্রামের হিরমল টুডু, সুনীল টুডু, পানু হাঁসদা , ফুচু হাঁসদা, মঙ্গল টুডু প্রভৃতি মোড়লরা ঝাড়খণ্ডের এক জান গুরুর কাছে যান। তারপর তারা সেখান থেকে ফিরে এসে জানান যে ওই ব্যক্তির বাড়িতে ভূত রয়েছে । এরপরই 70-80জন গ্রামবাসী ও গ্রামের মোড়ল বৈঠক করেন ৷ এই বৈঠকেই স্থির হয় জরিমানার কথা ৷ গ্রামের মাতব্বরেরা ওই ব্যক্তিকে 96 হাজার 700 টাকা জরিমানা ধার্য করেন। এই জরিমানা না দিতে পারলে ওই ব্যক্তিকে প্রাণনাশেরও হুমকি দেন ৷

আরও পড়ুন: ডাইনি অপবাদে মারধর, পোড়ানোর চেষ্টা, আতঙ্কে গ্রামছাড়া আদিবাসী পরিবার

ওই ব্যক্তির কথায় তিনি কোনও মতে জমি বন্ধক রেখে 50, হাজার টাকা দেন। বাকি 46 হাজার 700 টাকার জন্য দু’সপ্তাহের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ৷ এই প্রসঙ্গেই বান্দোয়ান ব্লকের বিডিও কাশিফ সাবির বলেন, ‘‘ঘটনার কথা আমি জানি না ৷ আর এই ব্যাপারে কেউ কোনও অভিযোগ জানায়নি।’’ ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক মধুসূদন মাহাত বলেন, "এটি ন্যক্কারজনক ঘটনা । দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত।"

ABOUT THE AUTHOR

...view details