ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI চেয়েছিল পুরুলিয়ার মৃত BJP কর্মীর পরিবার, রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের - পুরুলিয়ায় দুলাল কুমার মৃত্যু

পুরুলিয়ায় BJP কর্মী দুলাল কুমারের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের কাছে নোটিশ তলব সুপ্রিম কোর্টের । দুলাল কুমারের মৃত্যুর ঘটনায় সু্প্রিম কোর্টের কাছে CBI তদন্তের আবেদন জানিয়েছিল দুলালের পরিবার । আজ সেই মামলায় 4 সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট চাইল শীর্ষ আদালত ।

supreme court
রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের
author img

By

Published : Jan 27, 2020, 11:24 PM IST

দিল্লি, 27 জানুয়ারি : পুরুলিয়ায় BJP কর্মী মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের । BJP কর্মী দুলাল কুমারের মৃত্যুর ঘটনায় সু্প্রিম কোর্টের কাছে CBI তদন্তের আবেদন জানিয়েছিল মৃতের পরিবার । আজ সেই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট চাইল শীর্ষ আদালত । আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ।

প্রসঙ্গত, 2019 সালের 29 মে পুরুলিয়ার বলরামপুরের সুপুরডি গ্রামের বাসিন্দা BJP যুব মোর্চার কর্মী ত্রিলোচন মাহাত নিখোঁজ হয়ে যান । পরদিন গ্রামেরই একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় । এরপর পয়লা জুন নিখোঁজ হয়ে যান পুরুলিয়ার বলরামপুরের গেঁড়ুয়া পঞ্চায়েত ডাভা গ্রামের BJP কর্মী দুলাল কুমার । দোসরা জুন গ্রামের বাইরে হাইটেনশন বিদ্যুতের খুঁটিতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । দুটি ঘটনাকেই পুলিশ অস্বাভাবিক মৃত্যু বলে দাবি করে ৷ যদিও চাপের মুখে পড়ে CID-র হাতে তদন্তভার তুলে দেয় রাজ্য সরকার ।

ত্রিলোচন মাহাতর মৃত্যুর তদন্তে নেমে চার তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে CID । যদিও দুলালের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি । ঘটনাগুলির তদন্তভার CID নিলেও এখনও পর্যন্ত রহস্যের কিনারা না হওয়ায় সুপ্রিম কোর্টে CBI তদন্তের দাবি জানায় দুলালের পরিবার । সেই আবেদনের ভিত্তিতে আজ রাজ্য সরকারের কাছে দুলালের মৃত্যুর ঘটনার তদন্তের রিপোর্ট চেয়ে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট ।

পাশাপাশি আজ কোর্টের মধ্যে রাজনৈতিক মন্তব্য করায় BJP-র আইনজীবী গৌরভ ভাটিয়া ও রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলকে ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি SA বোবদে । দুই আইনজীবীকে তিনি বলেন, "রাজনৈতিক মন্তব্যের জন্য টিভি চ্যানেলে যান ৷ সুপ্রিম কোর্ট এসবের জায়গা নয় ।"

ABOUT THE AUTHOR

...view details