পুরুলিয়া, 21 জুলাই: 100 শতাংশ বিশেষভাবে সক্ষম হয়েও কোনওরকম সাহায্য বা সুবিধা তো দূরঅস্ত নিজের প্রাপ্য রেশন টুকুও পায় না পুরুলিয়া 2 নম্বর ব্লকের ভাঙড়া পঞ্চায়েতের কড়চা গ্রামের বাসিন্দা সুনীতা বাগদি । বুধবার ইটিভি ভারতের কাছে বিষয়টি জানার পরই পুরুলিয়া 2 নম্বর ব্লকের বিডিও দেবজিত রায় জানিয়েছিলেন দ্রুত বিষয়টি দেখছি বলে (Sunita Bagdi is Deprived of Facilities Despite Being Specially Abled) । তারপরই বৃহস্পতিবার 24 ঘণ্টার আগেই সুনীতার বাড়িতে পৌঁছে গেল ব্লকের তরফে একটি প্রতিনিধি দল । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিডিও দেবজিত রায় বলেন, "ব্লকের প্রতিনিধি দল ওনার বাড়িতে পরিদর্শনে গিয়েছিলেন, প্রয়োজনীয় আশ্বাস দেওয়া হয়েছে ।"
সুনীতাদের প্রতিবেশী সুকুমার বাউরি বলেন, "আজ ব্লকের প্রতিনিধি দল এবং পঞ্চায়েত প্রধান এসেছিলেন উনারা এসে আশ্বাস দিয়েছেন সুনীতার আধার কার্ড করিয়ে দেওয়া হবে । আপাতত তারা 25 কেজি চাল দিয়ে গিয়েছেন এবং আশ্বাস দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত না তার রেশন চালু হচ্ছে ততদিন পর্যন্ত জিআর-এর ব্যবস্থা করে দেওয়া হবে । সুনীতা বাগদিকে স্থানীয় কড়চা জুনিয়র স্কুলে ক্লাস সিক্সে ভর্তি করা হয়েছে এবং সুনীতার মায়ের সঙ্গে তার একটা যুগ্ম অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা হচ্ছে ।"
আরও পড়ুন :ঘর ছেড়েছে স্বামী, বিশেষভাবে সক্ষম দুই সন্তানকে নিয়ে আতান্তরে ক্যান্সার আক্রান্ত মহিলা