পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

8 দফা দাবিতে পুরুলিয়া জেলার BDO অফিসগুলিতে SUCI-র স্মারকলিপি প্রদান

পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী প্রদান, পরিযায়ী শ্রমিকদের দ্রুত রাজ্যে ফেরানো, অবিলম্বে সরকারের মদের দোকান খোলার সিদ্ধান্ত বাতিল, সমস্ত গরিব মানুষকে আর্থিক সাহায্য সহ আট দফা দাবিতে আজ জেলার প্রায় সমস্ত BDO অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয় ।

ছবি
ছবি

By

Published : May 11, 2020, 11:19 PM IST

পুরুলিয়া, 11 মে : অবিলম্বে সরকারের মদের দোকান খোলার সিদ্ধান্ত বাতিল, সমস্ত পরিযায়ী শ্রমিকদের দ্রুত রাজ্যে ফেরানো সহ আট দফা দাবিতে পুরুলিয়া জেলার প্রায় সমস্ত BDO অফিসে আজ স্মারকলিপি প্রদান করল SUCI ।

বর্তমান কোরোনা উদ্ভূত পরিস্থিতি ও লকডাউনের জেরে সমস্য়ায় পড়েছেন মানুষজন । সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ । এই পরিস্থিতিতে নানা ইশুতে সরব হল জেলা SUCI নেতৃত্ব । আজ সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরেই এই কর্মসূচি চলে । বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি কাশিপুর, হুড়া, পুঞ্চা, ঝালদা পুরুলিয়া 1 ও 2 নম্বর ব্লক সহ প্রায় সমস্ত BDO অফিসে প্রদান করল জেলার SUCI নেতা-কর্মীরা । এবিষয়ে জেলা কমিটির সদস্য সুবর্ণ কুমার বলেন, "কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন । সাধারণ মানুষ আজ অসহায় । রুজি রোজগার বন্ধ । অর্ধাহারে দিন কাটাচ্ছেন মানুষজন । এমনকী, বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে দেড় মাসেরও বেশি সময় ধরে আটকে রয়েছেন পুরুলিয়া সহ পশ্চিমবঙ্গের হাজার হাজার শ্রমিক । এদিকে, দেশের এই চরম পরিস্থিতিতে মদের দোকান খুলে মানুষের বিপদ আরও ডেকে আনছে সরকার । তাই লকডাউনের এই সময়ে সমস্ত মানুষকে পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী প্রদান, পরিযায়ী শ্রমিকদের দ্রুত রাজ্যে ফেরানো, অবিলম্বে সরকারের মদের দোকান খোলার সিদ্ধান্ত বাতিল, সমস্ত গরিব মানুষকে আর্থিক সাহায্য সহ আট দফা দাবিতে আজ জেলার প্রায় সমস্ত BDO অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করা হল । আগামী দিনে এই সমস্ত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"

গত 30 এপ্রিল জেলার সমস্ত BDO অফিসে এই সব দাবিদাওয়ার ভিত্তিতে স্মারকলিপি প্রদান করে SUCI-র পুরুলিয়া জেলা শাখা ।

ABOUT THE AUTHOR

...view details