পুরুলিয়া, 19 মার্চ: দুই শিক্ষকের দ্বন্দ্ব ৷ আর এর জেরেই মিড-ডে-মিল থেকে বঞ্চিত হচ্ছে স্কুলের পড়ুয়ারা । ঘটনাটি পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের দু'নম্বর চক্রের তুন্তুরি সুইসা অঞ্চলের শালডাবরা জুনিয়ার হাইস্কুলের (Shaldabra Junior High School) ৷ এই স্কুলের পড়ুয়ারা বিগত আটদিন ধরে স্কুলে আসছে তবে মিড-ডে-মিল পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে (Students not getting mid-day meal)। শনিবার শালডাবরা জুনিয়র হাইস্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজেশ মণ্ডল জানান, নিয়ম অনুযায়ী তিনি ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন । কিন্তু আগে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি তাঁকে মিড-ডে-মিলের নথি দিচ্ছেন না ৷ আর কাগজপত্র না-দেওয়ার কারণেই মিড-ডে-মিলের রান্না করা যাচ্ছে না-বলে রাজেশের দাবি । তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন ।
অপর দিকে প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল মহাপাত্র বলেন, "আমি টাকা তুলতে গেলে পাচ্ছি না। তাই মিড-ডে-মিলের ব্যবস্থা করতে পারছি না ।" বাঘমুণ্ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ জানান, বিষয়টি তাঁর জানা ৷ অতি শীঘ্রই মিড-ডে-মিল শুরু হবে । দু'নম্বর চক্রের এসআই সাধন সরকার বলেন, "ওই স্কুলের মিড ডে মিলের বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে । আশা করছি অতি শীঘ্রই সেটি চালু হবে ।" কবে সমস্যা মিটবে সেই আশায় দিন গুনছে স্কুলের সমস্ত খুদে পড়ুয়ারা ।