পুরুলিয়া, 11 নভেম্বর: 24 ঘণ্টা কাটতে না-কাটতেই ফের একই ঘটনা ঘটল রাজ্যে ৷ গতকাল ছিল মালদার মোথাবাড়ি আর আজ অর্থাৎ শুক্রবার পুরুলিয়ার রঘুনাথপুর ৷ এই ব্লকের বিদ্যালয়ের শৌচাগারের পাঁচিল-সহ লোহার গেট ভেঙে তাতে চাপা পড়ে এক ছাত্রের মৃত্যু হল (Purulia School Student Death)।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর ব্লক এলাকার শ্যামসুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ে। মৃত ছাত্রটির নাম মনীন্দ্র চিত্রকর ৷ বসয় 9 বছর ৷ বাড়ি ওই গ্রামেই। এদিন বিদ্যালয়ে চত্বরে ওই ছাত্রটি বাথরুমের দরজা ধরে ঝুলে খেলছিল ৷ ঠিক সেই সময় ঘটে অঘটনটি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Raghunathpur Super Speciality Hospital) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।