পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

School Student Death: মালদার পর এবার পুরুলিয়া, ফের বিদ্যালয়ের শৌচাগারের পাঁচিল ভেঙে মৃত এক ছাত্র - Raghunathpur Super Speciality Hospital

আবার একই দৃশ্য ৷ গতকাল একই ঘটনা ঘটেছে মালদায় আর আজ পুরুলিয়ায় ৷ বিদ্যালয়ের শৌচাগারের পাঁচিল-সহ লোহার গেট ভেঙে মৃত্যু হল এক বছর নয়ের ছাত্রের (Student Died) ৷ ঘটনার জেরে ক্ষোভ ফেটে পড়েছে বাচ্চাটির পরিবার, পরিজন থেকে শুরু করে স্থানীয়রা।

School Student Death
ফের বিদ্যালয়ের শৌচাগারের পাঁচিল ভেঙে মৃত এক ছাত্র

By

Published : Nov 11, 2022, 8:56 PM IST

পুরুলিয়া, 11 নভেম্বর: 24 ঘণ্টা কাটতে না-কাটতেই ফের একই ঘটনা ঘটল রাজ্যে ৷ গতকাল ছিল মালদার মোথাবাড়ি আর আজ অর্থাৎ শুক্রবার পুরুলিয়ার রঘুনাথপুর ৷ এই ব্লকের বিদ্যালয়ের শৌচাগারের পাঁচিল-সহ লোহার গেট ভেঙে তাতে চাপা পড়ে এক ছাত্রের মৃত্যু হল (Purulia School Student Death)।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর ব্লক এলাকার শ্যামসুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ে। মৃত ছাত্রটির নাম মনীন্দ্র চিত্রকর ৷ বসয় 9 বছর ৷ বাড়ি ওই গ্রামেই। এদিন বিদ্যালয়ে চত্বরে ওই ছাত্রটি বাথরুমের দরজা ধরে ঝুলে খেলছিল ৷ ঠিক সেই সময় ঘটে অঘটনটি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Raghunathpur Super Speciality Hospital) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনার জেরে ক্ষোভ ফেটে পড়েছে বাচ্চাটির পরিবার-পরিজন থেকে শুরু করে স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ। স্থানীয়রা দাবি করেছেন, বিদ্যালয়ে অতি নিম্নমানের নির্মাণ কাজ করার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন তাঁরা । ঘটনার জেরে ছেলের মৃত্যুতে শোকের ছায়া চিত্রকর পরিবারে (Student Died in School Toilet Wall Collapse)। দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে আসেন মহকুমা পুলিশ আধিকারিক ও সমষ্টি উন্নয়ন আধিকারিক।

আরও পড়ুন:স্কুলে শৌচালয়ের প্রাচীর ভেঙে ছাত্র মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র মোথাবাড়ি

ABOUT THE AUTHOR

...view details