পুরুলিয়া, 20 অক্টোবর : মোবাইল ফোনে গেম খেলা নিয়ে ভাই-বোনের মধ্যে ঝগড়া ৷ ফোন না-পেয়ে আত্মঘাতী হল দশম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নিতুরিয়া থানার পাহাড়গোড়া গ্রামে। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতা ওই ছাত্রীর নাম মাম্পি গঁরাই ৷ বয়স 15।
Mobile Game : মোবাইলে গেম খেলতে না-পেয়ে আত্মঘাতী ছাত্রী - পুরুলিয়া
বুধবার সকালে মোবাইলে গেম খেলা নিয়ে ভাই-বোনের ঝগড়া হয় ৷ যার জেরে বাড়ির ছাদে গিয়ে মাম্পি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় । বাড়ির লোকজন দেখতে পেয়ে মাম্পিকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় হারমাড্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ চিকিৎসকরা মাম্পিকে মৃত বলে ঘোষণা করেন ।
আরও পড়ুন : মোবাইল গেমে আসক্তি, বাবা-মায়ের বকা খেয়ে আত্মঘাতী দুই যুবক
মৃতার পিসিমা অলকা গঁরাই জানান, বুধবার সকালে মোবাইলে গেম খেলা নিয়ে ভাই-বোনের ঝগড়া হয় ৷ যার জেরে বাড়ির ছাদে গিয়ে মাম্পি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় । বাড়ির লোকজন দেখতে পেয়ে মাম্পিকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় হারমাড্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ চিকিৎসকরা মাম্পিকে মৃত বলে ঘোষণা করেন । খবর পাওয়া মাত্র নিতুরিয়া থানার পুলিশ হারমাড্ডি গ্রামীণ হাসপাতালে পৌঁছয়। মৃত দেহ উদ্ধার করে পুরুলিয়ায় দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় নিতুরিয়া থানার পুলিশ।