পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সতীঘাটাতে বেআইনিভাবে খাল খনন করার অভিযোগ, হুঁশ নেই প্রশাসনের - হুঁশ নেই প্রশাসনের

পুরুলিয়ার সতীঘাটা এলাকায় বেআইনিভাবে খাল খননের অভিযোগ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে । তবে অভিযোগ, এই বিষয়ে কোনও হুঁশ নেই প্রশাসনের ।

purulia
সতীঘাটাতে বেআইনিভাবে খাল খনন করার অভিযোগ, হুঁশ নেই প্রশাসনের

By

Published : Jul 9, 2021, 3:54 PM IST

Updated : Jul 9, 2021, 7:56 PM IST

পুরুলিয়া, 9 জুলাই: পুরুলিয়া থানা এলাকার রুদ্রাগ্রামের পাশ দিয়ে ডিমডিহা-চিরকা যাওয়ার পথে রয়েছে একটি কাঁচা রাস্তা । রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই রাস্তা দিয়েই 20-30টি গ্রামের মানুষ স্থানীয় হাট-বাজারে যাতায়াত করেন । আবার এই রাস্তা দিয়েই এলাকার একমাত্র উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় ডিমডিহা হাইস্কুলে যাওয়া যায় । চিরকা শিবমন্দির যা পুরুলিয়ার বিখ্যাত মন্দির সেখানে যাওয়ার এটিই একমাত্র রাস্তা । আর এই রাস্তার মাঝেই অবস্থান সতীঘাটা জায়গার । তবে এই সতীঘাটার অবস্থা এখন খুবই শোচনীয় । অথচ এই জায়গাটি ঠিক রাখতে কোনও খেয়াল নেই প্রশাসনের ।

সতীঘাটাতে অল্প কিছু খাস জমি রয়েছে । তবে এখন দু-একজন অসাধু ব্যবসায়ী তাতে থাবা বসিয়েছে । সতীঘাটার এই জায়গাটিতে বেআইনিভাবে খাল খনন করা হয়েছে । যার ফলে রাস্তাটি সংকুচিত হয়ে যাওয়ার ফলে হামেশাই গরু বাছুর ঢুকে যাচ্ছে, সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা । যে কোনও সময় এই গবাদি পশুগুলির প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন । তবে এই বিষয়ে ভূমি সংস্কার দফতরের আধিকারিককে খবর দেওয়া হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন । শুক্রবার বিএলআরও প্রগতি বন্দ্যোপাধ্যায় এলাকায় এসে পরিস্থিতি খতিয়েও দেখেন তিনি ।

সতীঘাটাতে বেআইনিভাবে খাল খনন করার অভিযোগ, হুঁশ নেই প্রশাসনের

আরও পড়ুন:ভয় কাটেনি, ভোট পরবর্তী হিংসা নিয়ে মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের জানালেন আক্রান্তরা

তবে তাদের এই ভয় যে নিতান্তই অমূলক নয় তার নিদর্শন পাওয়া গেল এই জায়গাতেই । চোখের সামনে তলিয়ে যাচ্ছিল একটি বাছুর টেনে তুললেন জয়রাম মাহাতো নামে এক ব্যক্তি । তাঁর দাবি, অতিরিক্ত ভারী যানবাহন চলাচল করার ফলে এখানে বেআইনিভাবে খাল কেটে দেওয়ার জন্য এই জায়গাটির অবস্থা খুবই খারাপ হয়েছে। একই দাবি, স্থানীয় তরণী মাহাতো, রাখোহারি মাহাতো, জয়হরি মাহাতোদেরও । স্থানীয়রা বলেন, "আমাদের গবাদি পশু নিয়ে যাতায়াতের এটিই একমাত্র রাস্তা অথচ এই জায়গাটিই জবরদখল হয়ে যাচ্ছে । কিন্তু প্রশাসনের তরফে কোনও হেলদোল নেই । বহুদিন ধরে শুনে আসছি এই রাস্তাটি পাকা করা হবে । কিন্তু তা তো করা হচ্ছেই না বরং জায়গাটিকে নিজেদের স্বার্থে বেআইনিভাবে ব্যবহার করে জায়গাটিকে নষ্ট করে দেওয়া হচ্ছে ।"

Last Updated : Jul 9, 2021, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details