পুরুলিয়া, 9 জুলাই: পুরুলিয়া থানা এলাকার রুদ্রাগ্রামের পাশ দিয়ে ডিমডিহা-চিরকা যাওয়ার পথে রয়েছে একটি কাঁচা রাস্তা । রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই রাস্তা দিয়েই 20-30টি গ্রামের মানুষ স্থানীয় হাট-বাজারে যাতায়াত করেন । আবার এই রাস্তা দিয়েই এলাকার একমাত্র উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় ডিমডিহা হাইস্কুলে যাওয়া যায় । চিরকা শিবমন্দির যা পুরুলিয়ার বিখ্যাত মন্দির সেখানে যাওয়ার এটিই একমাত্র রাস্তা । আর এই রাস্তার মাঝেই অবস্থান সতীঘাটা জায়গার । তবে এই সতীঘাটার অবস্থা এখন খুবই শোচনীয় । অথচ এই জায়গাটি ঠিক রাখতে কোনও খেয়াল নেই প্রশাসনের ।
সতীঘাটাতে অল্প কিছু খাস জমি রয়েছে । তবে এখন দু-একজন অসাধু ব্যবসায়ী তাতে থাবা বসিয়েছে । সতীঘাটার এই জায়গাটিতে বেআইনিভাবে খাল খনন করা হয়েছে । যার ফলে রাস্তাটি সংকুচিত হয়ে যাওয়ার ফলে হামেশাই গরু বাছুর ঢুকে যাচ্ছে, সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা । যে কোনও সময় এই গবাদি পশুগুলির প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন । তবে এই বিষয়ে ভূমি সংস্কার দফতরের আধিকারিককে খবর দেওয়া হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন । শুক্রবার বিএলআরও প্রগতি বন্দ্যোপাধ্যায় এলাকায় এসে পরিস্থিতি খতিয়েও দেখেন তিনি ।