পুরুলিয়া, 8 নভেম্বর: পারিবারিক অশান্তির জেরে বাবাকে খুন করল ছেলে (Son Detained to Accused of Murder to Father)। হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায় হুড়া থানা এলাকার সুইয়াডিতে ৷ মৃতের নাম বাবুলাল হেমব্রম (70) ৷ সোমবার রাতেই বৃদ্ধের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের দুই ছেলে ৷ সোমবার ছোট ছেলে সত্যপ্রিয় হেমব্রমের (30) সঙ্গে বচসার সময় ধারালো অস্ত্র দিয়ে বাবাকে চোখের নীচে আঘাত করেন ৷ অতিরিক্ত রক্ত ক্ষরণের জেরেই মৃত্যু হয় বৃদ্ধের (Son Kills Father) ৷