পুরুলিয়া, 10 জুলাই : পুরুলিয়ায় জোড়া খুন । ধারালো অস্ত্রের কোপে বাবা ও ছেলেকে খুন করল দুষ্কৃতীরা ৷ পুরুলিয়া মফস্বল থানার কানালি গ্রামের বাসিন্দা নিহত মদন পাণ্ডে (65) ও কানাই পাণ্ডে (35) ৷ তাঁদের একটি পেট্রল পাম্প আছে ৷ শনিবার চাষ মোড় পেট্রল পাম্প থেকে বাড়ি ফেরার পথে কানালি গ্রামের অদূরে ফাঁকা মাঠে ঘটনাটি ঘটেছে (Son and Father Murdered in Purulia)।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাত 10টা 30 মিনিট নাগাদ বাইকে চেপে বাড়ি ফিরছিলেন মদন পাণ্ডে (65) এবং তাঁর ছেলে কানাই পাণ্ডে(35) ৷ সেই সময়ই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তাঁদের উপর ৷ এলোপাথাড়ি অস্ত্রের কোপে তাঁদের খুন করেন ৷ এরপরেই নিহতদের বাইক, মোবাইল, টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷