পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Son And Father Murder: পুরুলিয়ায় দুষ্কৃতীদের হাতে খুন পেট্রল পাম্প ব্যবসায়ী বাবা-ছেলে - Son and Father Murdered in Purulia

পুরুলিয়ায় দুষ্কৃতীদের হাতে খুন বাবা ও ছেলে ৷ নিহতরা পেট্রল পাম্প ব্যবসায়ী ৷ শনিবার রাতে তাদের উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দুষ্কৃতীরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Businessman Murdered in Purulia) ৷

Son And Father Murder
দুষ্কৃতীদের হাতে খুন পেট্রল পাম্প ব্যবসায়ী

By

Published : Jul 10, 2022, 12:33 PM IST

Updated : Jul 10, 2022, 1:10 PM IST

পুরুলিয়া, 10 জুলাই : পুরুলিয়ায় জোড়া খুন । ধারালো অস্ত্রের কোপে বাবা ও ছেলেকে খুন করল দুষ্কৃতীরা ৷ পুরুলিয়া মফস্বল থানার কানালি গ্রামের বাসিন্দা নিহত মদন পাণ্ডে (65) ও কানাই পাণ্ডে (35) ৷ তাঁদের একটি পেট্রল পাম্প আছে ৷ শনিবার চাষ মোড় পেট্রল পাম্প থেকে বাড়ি ফেরার পথে কানালি গ্রামের অদূরে ফাঁকা মাঠে ঘটনাটি ঘটেছে (Son and Father Murdered in Purulia)।

পুরুলিয়ায় জোড়া খুন

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত 10টা 30 মিনিট নাগাদ বাইকে চেপে বাড়ি ফিরছিলেন মদন পাণ্ডে (65) এবং তাঁর ছেলে কানাই পাণ্ডে(35) ৷ সেই সময়ই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তাঁদের উপর ৷ এলোপাথাড়ি অস্ত্রের কোপে তাঁদের খুন করেন ৷ এরপরেই নিহতদের বাইক, মোবাইল, টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন: খুনের কিনারা করল পুুলিশ, মা ও দুই সন্তানের হাতেই খুন হন বড় ছেলে

এলাকায় পরোপকারী হিসাবে পরিচিত ছিলেন নিহতরা ৷ তাঁদের মৃত্যু খবর এলাকায় চাউর হতেই দোষীদের ধারার দাবিতে চাষার মোড় এলাকা বেশ কিছুক্ষণ অবরোধ করেন এলাকাবাসী ৷ পরে পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ ৷ পরিবারের পক্ষ থেকেও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে ৷ এসপির নির্দেশে জেলা জুড়ে তড়িঘড়ি নাকাচেকিং শুরু হয়েছে । দেহদু’টি দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য ৷

Last Updated : Jul 10, 2022, 1:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details