পুরুলিয়া, 19 মে: এ বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নজরকাড়া সাফল্য পেল পুরুলিয়া জেলার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ । মেধাতালিকায় থাকা প্রথম দশের মধ্যে 6 জন পড়ুয়ায় এই বিদ্যালয়ের । এখানকার ছাত্র অরিজিৎ মণ্ডল ও শুভজিৎ দে যুগ্মভাবে পঞ্চম স্থান দখল করেছে । তাদের প্রাপ্ত নম্বর 688 । সৌম্যদীপ দাস ও সৌম্যদীপ নায়ক যুগ্মভাবে ষষ্ঠ স্থান অধিকার করেছে । তাদের প্রাপ্ত নম্বর 687 । শুভ্রম হাজরা সপ্তম স্থান অধিকার করেছে । তার প্রাপ্ত নম্বর 686 । অর্পণ সেন বর্মন অষ্টম স্থান অধিকার করেছে ৷ তার প্রাপ্ত নম্বর 685 ।
শুভজিৎ ছাড়া বাকি সকলেই বড় হয়ে ডাক্তার হতে চায় । শুভজিৎ হতে চায় ইঞ্জিনিয়ার । দুর্গাপুরের বাসিন্দা অরিজিৎ মণ্ডল তার এই ফলাফলের কৃতিত্ব দিয়েছে পরিবার ও স্কুলের শিক্ষকদের । বেলঘরিয়ার শুভজিৎও এই সাফল্যের পিছনে বাবা মা ও বিদ্যালয়ের শিক্ষকদের অবদান রয়েছে বলে জানিয়েছে । সৌম্যদীপ দাসের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় । তার মা গৃহবধূ ও বাবা ব্যবসায়ী । বড় হয়ে সে ডাক্তার হতে চায় ।