পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় বাজ পড়ে মৃত 9, আহত 3 - Thunder

গতকাল সন্ধ্যায় পুরুলিয়ায় চারটি জায়গায় বাজ পড়ে মৃত্যু নয়জনের । আহত হয়েছে তিন জন ।

মৃত চারজনের দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে

By

Published : Aug 12, 2019, 12:55 PM IST

Updated : Aug 12, 2019, 5:23 PM IST

পুরুলিয়া, 12 অগাস্ট : পুরুলিয়ায় চারটি জায়গায় বাজ পড়ে মৃত্যু নয়জনের । আহত তিন জন । গতকাল পুরুলিয়ার বরাবাজার, রায়ডি গ্রাম, সাঁওতালডি ও চাকিরবন গ্রামে মৃত্যু হয়েছে ওই নয়জনের । আহতদের চিকিৎসা চলছে স্থানীয় একটি হাসপাতালে ।

গতকাল সন্ধ্যায় প্রথমে বরাবাজারের রাউতোড়া গ্রামে নীলিমা মাহাত (25) ও সুন্দরী কর্মকার (55) নামে দু'জনের মৃত্যুর খবর সামনে আসে । পরে ওই একই এলাকার রায়ডি গ্রামে মতিলাল মাহাত (80) ও সাঁওতালডি থানার বকিবস্তি এলাকায় নিমাই সিংহ (35)-র মৃত্যু হয় । এরপর সন্ধ্যা পেরতেই ফের চাকিরবন গ্রামে মীরা মাহাত (27) নামে একজনের মৃত্যু হয় । আহত হয় পুরুলিয়ার বিভিন্ন এলাকার তিনজন । তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃহদেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয় ।

শুধু পুরুলিয়া নয় । গতকাল দিঘার উদয়পুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই পর্যটকের । আহত হয়েছেন একজন । দিঘা স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।

Last Updated : Aug 12, 2019, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details