পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ইন্ডিয়া' জোটের ক্ষেত্রে রাজ্য অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানালেন সীতারাম ইয়েচুরি - সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি

Sitaram Yechury on INDIA alliance: সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে রবিবার পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুলে প্রয়াত নয় বারের সাংসদ বাসুদেব আচারিয়ার স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। এদিন দুপুরের পর কার্যত ভিড়ে ঠাসা ছিল প্রয়াত বাম নেতার স্মরণ সভা। প্রয়াত বাম সাংসদকে শ্রদ্ধা জানাতে এসে ইন্ডিয়া জোট নিয়েও মুখ খুললেন সীতারাম ইয়েচুরি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 7:37 PM IST

পুরুলিয়া, 17 ডিসেম্বর: মৃত্যুর পরও বাসুদেব আচারিয়া দেখিয়ে দিয়ে গেলেন প্রকৃত অর্থে জন নেতাই তিনি, এইভাবেই শ্রদ্ধা জানালেন সীতারাম ইয়েচুরি ৷ একই সঙ্গে, এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সীতারাম ইয়েচুরি স্পট জানিয়ে দিয়েছেন, ইন্ডিয়া জোটের ক্ষেত্রে রাজ্য অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে রবিবার পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুলে প্রয়াত নয় বারের সাংসদ বাসুদেব আচারিয়ার স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। এদিন দুপুরের পর কার্যত ভিড়ে ঠাসা ছিল প্রয়াত বাম নেতার স্মরণ সভা। প্রয়াত বাম সাংসদকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও ৷ এদিন বক্তব্যে সীতারাম ইয়েচুরি বলেন, "বাসুদেব আচারিয়া যদিও মার্কসবাদী দলের প্রতিনিধিত্ব করতেন, কিন্তু তিনি সমগ্র দেশকে অগ্রগতির পথ দেখিয়েছেন। ভালো কমিউনিস্ট তিনিই হতে পারেন, যিনি একজন ভদ্র মানুষ হন। বাসুদেব আচারিয়া ছিলেন তাই।"

স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রবীণ বাম নেতা বিমান বসু, পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, সিপিএম নেতা অমিয় পাত্র , প্রদীপ রায় প্রমুখ-সহ অনেকেই। এদিন বাসুদেব আচারিয়ার স্মৃতি চারণা করতে গিয়ে সীতারাম ইয়েচুরি আরও বলেন, "লোকসভায় নেতা হওয়ার আগে আমরা একসঙ্গেই থাকতাম। আমাদের মধ্যে একটি পারিবারিক সম্পর্ক ছিল। তাঁর পূর্ব পুরুষ আদতে তামিলনাড়ুর ছিল।"

এদিন নিজের বক্তব্যে সাধারণ মানুষের উদ্দেশে সূর্যকান্ত মিশ্র বলেন, "বাসুদেব আচারিয়াকে আমার থেকে আপনারাই ভালো জানবেন। ওনার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল আমার। ওনার কাছে মানুষের অবারিত দ্বার ছিল। বাসুদেব আচারিয়া মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যেতেন । তাঁকে আসল শ্রদ্ধা জ্ঞাপন করা তখনই হবে, যখন আপনারা বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে একজন মানুষকে সংসদে পাঠাতে পারবেন।" এদিন নিজের বক্তব্যে সিপিএম নেতা বিমান বসু বলেন, "বাসুদেব আচারিয়া প্রকৃত অর্থে কমিউনিস্ট ছিলেন। তিনি ছিলেন একজন মানুষ। সকলেই তো আর মানুষ হতে পারে না।" বর্তমান রাজ্য সরকারকে বিঁধে বিমান বসু বলেন, "যারা মিথ্যাচার করে, যোগ্যদের বঞ্চিত করে, যারা অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগ করে, তাদেরকেও মানুষ বলতে হবে ?"

ABOUT THE AUTHOR

...view details