পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSKM-এ কোরোনা পরীক্ষার যন্ত্র পাঠাবে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় - SSKM-এ কোরোনা পরীক্ষার যন্ত্র পাঠাবে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়

COVID-19 পরীক্ষার জন্য প্রয়োজন RT-PCR যন্ত্র । যার দাম প্রায় 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে । রাজ্যের তরফে যে সব বিশ্ববিদ্যালয়ের কাছে এই যন্ত্র রয়েছে তাদের থেকে এটি ধার দেওয়ার আবেদন করা হয়েছিল ।

সিধো-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়
সিধো-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়

By

Published : May 16, 2020, 4:27 PM IST

কলকাতা, 16 মে: কলকাতা, যাদবপুর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পর এবার কোরোনা-যুদ্ধে রাজ্যকে সহায়তা করতে এগিয়ে এল পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় । স্বাস্থ্য দপ্তরের আবেদন মেনে COVID-19 পরীক্ষার জন্য প্রয়োজনীয় RT-PCR যন্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । শনিবার এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর । খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের RT-PCR যন্ত্র কলকাতার SSKM হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি ।

কোরোনা ভাইরাসের মোকাবিলায় বেশি করে পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ । টেস্টের সংখ্যা বাড়াতে প্রয়োজন আরও বেশি টেস্টিং সেন্টার ।COVID-19 পরীক্ষার জন্য প্রয়োজন RT-PCR যন্ত্র । যার দাম প্রায় 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে । সাধারণত এই যন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বিদেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয় । যা সময় এবং খরচ সাপেক্ষ । বর্তমান পরিস্থিতিতে এই যন্ত্র আনাতে সময় এবং অর্থ দুই-ই ব্যয় করতে চায় না রাজ্য । বিকল্প উপায় হিসেবে রাজ্যের যে সব বিশ্ববিদ্যালয়ের কাছে এই যন্ত্র রয়েছে তাদের থেকে এই যন্ত্রটি ধার দেওয়ার আবেদন করা হয়েছিল রাজ্যের তরফে । ইতিমধ্যেই বর্ধমান, যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য দপ্তরের সেই আবেদনে সাড়া দিয়ে যন্ত্র পাঠিয়েছে । সেই পথেই হাঁটল পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ও ।

এ বিষয়ে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর বলেন, "বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের কাছেও RT-PCR যন্ত্র চাওয়া হয়েছিল । আমরা যন্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি । এটা তো একটা অতিমারির সময় । বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে ব্যবহৃত যে যন্ত্র চাওয়া হয়েছে তার মধ্যে কিছু যন্ত্র COVID-19 পরীক্ষার জন্য রাজ্য সরকারকে কিছুদিনের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।" তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বোটানি ও জুলজি বিভাগে দুটো করে মোট চারটে RT-PCR যন্ত্র রয়েছে । দুটো বিভাগ থেকে একটা করে মোট 2টো যন্ত্র দেওয়া হবে ।

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়
এর আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থেকে RT-PCR যন্ত্র পাঠানো হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে RT-PCR ও COVID-19 পরীক্ষার জন্য আনুষঙ্গিক যন্ত্র সহ মোট 10টা যন্ত্র বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের RT-PCR যন্ত্র কলকাতার SSKM হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন উপাচার্য । তিনি বলেন, "আমাদের যন্ত্র SSKM-এ যাবে বলে জানানো হয়েছে ।" তিনি আরও বলেন, "বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের উদ্যোগে সহায়তা করার উদ্দেশেই আমরা যন্ত্রগুলো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । এটা খুব ছোট একটা বিষয় হলেও কোরোনা টেস্টের সংখ্যা বাড়াতে একটু হলেও সাহায্য করবে ।"

ABOUT THE AUTHOR

...view details