পুরুলিয়া, 26 জুলাই : সমাজ সেবায় মাধুকরী বৃত্তি নরেন হাঁসদার । জেলার বিভিন্ন প্রান্তের আদিবাসী অনাথ শিশুদের নিয়ে এবং আদিবাসী সমাজে বহিষ্কৃত লাঞ্চিত, স্বামীহারা মহিলাদের আশ্রয় দিয়েছেন তিনি ৷ গান গেয়ে ভিক্ষে করেই গড়ে তুলেছেন আশ্রম । নাম দিয়েছেন 'সিদো-কানহু মিশন' । সেখানে অনাথ শিশুদের জন্য গড়ে তুলেছেন বিদ্যালয় । অনাথ আবাসিকদের পাশাপাশি লেখাপড়া শেখাচ্ছেন এলাকার আরও শতাধিক ছেলেমেয়েকে । স্বপ্ন একটাই, তারা যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজ গড়ার কাজে হাত লাগায় । শেষ নিঃশ্বাস পর্যন্ত এভাবেই অনাথ ছেলেমেয়েদের মানুষ করার ব্রত নিয়ে এগিয়ে চলেছেন নরেন হাঁসদা ।
পুরুলিয়া শহর থেকে 30 কিলোমিটার দূরে আড়ষা থানা থেকে বাঁ দিকে আরও 3 কিলোমিটার গেলে দেখা মিলবে নরেন হাঁসদার আশ্রম ৷ আড়ষা গ্রাম পঞ্চায়েত এলাকার ফাঁকা জঙ্গলের মাঝে ছোটো ছোটো ডুংরির তলায় ভালিডুংরির নিচে মনোরম পরিবেশে রয়েছে এই সিদো-কানহু মিশন । সেখানে রয়েছে 27 জন আদিবাসী সম্প্রদায়ের অনাথ ছেলেমেয়ে । শুধু পড়াশোনাই নয় গান বাজনা, তিরন্দাজি, খেলাধুলো, আদিবাসী রীতিনীতি, চাষাবাদ, গাছ লাগানো সব কাজই শেখানো হয় ছাত্র-ছাত্রীদের । একইসঙ্গে আশ্রম চালাতে 20 জনের একটি গানবাজনার দলও গড়ে তুলেছেন নরেন হাঁসদা । সারাদিন গ্রামে গ্রামে ঘুরে গানবাজনা করে যে চাল-ডাল ও টাকা পয়সা মেলে তা দিয়েই চলে এই আশ্রম । কিন্তু বর্তমানে কোরোনা আবহে সংকটের মুখে পড়েছে নরেন হাঁসদার সিদো-কানহু মিশন ।
বর্তমান পরিস্থিতিতে চার মাসের বেশি সময় ধরে গ্রামে গঞ্জে, গ্রাম্য মেলায় গানবাজনার আসর বসা বন্ধ হয়ে উপার্জনও বন্ধ নরেন হাঁসদার । অনাথ আদিবাসী ছেলেমেয়েদের ও আবাসিক মহিলাদের দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই মুশকিল হয়ে পড়েছে । তাই এই পরিস্থিতিতে মিশনের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন নরেন হাঁসদা । তিনি জানান, "মাঝেমধ্যে কোনও সহৃদয় ব্যক্তি বা স্থানীয় থানা থেকে এবং পঞ্চায়েত থেকে কিছু চাল সাহায্য দেওয়া হয়েছে । কিন্তু চাল দিয়েই তো আর সব হয় না । অন্য খরচ খরচাও রয়েছে । বর্তমানে কীভাবে আশ্রম চলবে, এতগুলো ছেলেমেয়েদের কীভাবে ভরণপোষণ হবে বুঝে উঠতে পারছি না ।"
আশ্রমের আবাসিক সাথে নরেন হাঁসদা এই মিশন গড়ে তোলার বিষয়ে নরেন হাঁসদা জানান, জেলার বিভিন্ন জায়াগায় গান গেয়ে বেড়াতেন । সেই সময়ই ধরেই জেলা জুড়ে পরিচয় নরেন হাঁসদার । একসময় অযোধ্যা পাহাড়তলি এলাকায় গান গাইতে গিয়ে দেখতে পান অনাথ ছেলেমেয়েদের । গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানতে পারেন ওই শিশুরা পথেই কাটায় । তাঁদের আশ্রয় নেই । তাই সেই অনাথ ছেলেমেয়েদের তাঁর সাথে নিয়ে যেতে বলেন গ্রামবাসীরা । সেই দুজন অনাথ শিশুকে তিনি নিয়ে আসেন আড়ষার ভালিডুংরিতে একটি ছোট্ট বাড়িতে । তারপরই তাঁদের মতো ছেলেমেয়েদের জন্য কিছু করার চিন্তাভাবনা করেন । এরপরই 2014 সালে সিদো-কানহো মিশনের প্রতিষ্ঠা হয় । প্রতিষ্ঠার সময় অনাথ শিশুদের সংখ্যা ছিল প্রায় 13 জন এবং শিক্ষিক-শিক্ষিকার সংখ্যা ছিল তিন জন । পরে ধীরে ধীরে অনাথ শিশুদের সংখ্যা বাড়তে থাকে । বর্তমানে মিশনে 27 জন অনাথ ছেলে মেয়ে রয়েছে আবাসিক হিসেবে । যার মধ্যে ছয় জন মেয়ে ও 21 জন ছেলে রয়েছে । পাশাপাশি শিক্ষক রয়েছেন দুজন এবং সমাজ থেকে বহিষ্কৃত মহিলা রয়েছেন চার জন । এছাড়াও আশপাশের সালগা-দুমদুমি, বারুঘুটু, চকেদাবাদ এবং কামাজারা গ্রাম থেকে 102 জন ছাত্র-ছাত্রী সিদো-কানহো মিশন বিদ্যালয়ে পড়াশোনার জন্য আসেন । একইসঙ্গে নরেন হাঁসদার গান বাজনার দল বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে, গ্রাম্য মেলায় গানবাজনা করে থাকেন । ওই গানবাজনার আয় দিয়েই চলে এই আশ্রমের খরচ খরচা ।
কোরোনা আবহে সিদো-কানহু মিশন তিনি আরও জানান, "আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি এই মিশন চালিয়ে যাব । কিন্তু তার পর আর কি হবে? কারণ কোনো সরকারি সাহায্য নেই । কোনো সহৃদয় ব্যক্তিরা যেটুকু সাহায্য করে এবং গানবাজনা করে যা আয় হয় তা দিয়েই আশ্রম চলে । ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য কোন সঞ্চয়ও নেই । তাই আমি ছেলেমেয়েদের বলি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর, তারপর তোদেরকেই এই আশ্রম চালানোর দায়িত্ব নিতে হবে ।"